IND vs AUS 2023 : বর্ডার – গাভাস্কার ট্রফি শুরুর আগে জিম চর্চা শুরু করলেন বিরাট কোহলি, দেখুন ভিডিও

0
14
IND vs AUS 2023 : 'Back at it': Virat Kohli hits gym, trains intensively ahead of Border-Gavaskar Trophy (Watch)
IND vs AUS 2023 : 'Back at it': Virat Kohli hits gym, trains intensively ahead of Border-Gavaskar Trophy (Watch)

IND vs AUS 2023 – শুক্রবার, ৯ ই ফেব্রুয়ারি নাগপুরে শুরু হবে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলার নিরিখে এই চার ম‍্যাচের টেস্ট সিরিজ ভীষণ গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট দলের কাছে। সিরিজ শুরুর আগে জিমে প্রস্তুতি শুরু করলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি।

প্রাক্তন ভারত অধিনায়ক সোশ্যাল মিডিয়ায় তার জিম সেশনের ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সপরিবারে ঋষিকেশে ঘুরতে গেছিলেন কোহলি। সেখান থেকে ফিরে এসে সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। (IND vs AUS 2023)

অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে নামার মধ্যে দিয়ে ফের আরেকবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলিকে। আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে  নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ((IND vs AUS 2023)

দীর্ঘ সময়ের অপেক্ষার পর ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বিরাট কোহলিকে ফের ছন্দে ফিরতে দেখেছি আমরা। হতাশজনক ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়া কাপে দুর্দান্ত প্রত‍্যাবর্তন করেছিলেন। সেঞ্চুরি করার খড়া কাটিয়েছিলেন ১০০০ এর বেশি দিনের পর। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Shubman Gill : রোহিত, বিরাটের মাপেরই ক্রিকেটার শুভমান গিল, মত কোহলির ছোটোবেলার কোচের

ভারতের প্রাক্তন এই অধিনায়ক গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে টপ পারফরমার’দের মধ্যে অন‍্যতম একজন ছিলেন।

ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম‍্যাচে ২৯৬ রান করেছিলেন ৯৮.৬৭ গড়ে, ১৩৬.৪১ স্ট্রাইক রেটে ব‍্যাট করেছিলেন। এমন অসাধারণ পারফরম্যান্স দেওয়ার সুবাদে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বিরাট কোহলি।

আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে অন্তত ২-১ ব‍্যবধানে সিরিজ জিততে হবে ভারতকে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে যোগ‍্যতা অর্জন করতে হলে। এক্ষেত্রে কোহলির ব‍্যাট হাতে ভূমিকা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুনঃ Hardik Pandya : দিন দিন শক্তিশালী হচ্ছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া, দেখে খুশি ভারত তারকা