IND vs AUS 2023 : অশ্বিন, আক্সারদের স্পিন সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে স্মিথরা, দেখুন ভিডিও

0
14
IND vs AUS 2023 : Australia beginning preparations for India with a short camp in Sydney (Watch)
IND vs AUS 2023 : Australia beginning preparations for India with a short camp in Sydney (Watch)

IND vs AUS 2023 – ভারত সফরে সামাল দিতে দুই স্পিন ম‍্যাজিশিয়ান রবিচন্দ্রন অশ্বিন এবং আক্সার প‍্যাটেলকে। সেটা খুব স্পষ্ট অস্ট্রেলিয়া দলের কাছে। ইতিমধ্যে ভারতের কাছে টানা তিনটি টেস্ট সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তাই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিততে মরিয়া অসি ক্রিকেট দল এখন মরিয়া চেষ্টা চালাচ্ছেন। এমনকি ভারতের পিচের কথা মাথায় রেখে সিডনিতে ধুলোয় ভরা পিচে বিশেষ প্রস্তুতি নিচ্ছে অসি তারকারা। উত্তর সিডনির বন অ্যান্ড্রুস ওভালে প্রস্তুতি নিচ্ছেন তারা। মঙ্গলবার ভারতের উদ্দেশ্যে রওনা দেবে ব্রাডম‍্যানের দেশের ক্রিকেট দল।

ESPNCricinfo কে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম‍্যাকডোনাল্ড বলেছেন, (IND vs AUS 2023)

“এখানকার গ্রাউন্ডস্টাফরা অসাধারণ কাজ করছে। ঠিক আমরা যেমনটা চেয়েছি, ঠিক তেমনটাই পিচ বানিয়েছেন। ভারতের মাটিতে যে পিচে খেলতে হবে ঠিক তেমনটাই এখানে বানিয়ে দেওয়া হয়েছিল। হ‍্যাঁ পুরোপুরি একই পিচ বানানো হয়তো সম্ভব নয়, কিন্তু তাও যতোটা চেষ্টা করা যায় তারা করেছেন, দারুণ কাজ করেছেন গ্রাউন্ড স্টাফরা।”

ভারতের ন‍্যায় পিচে ধুলোর প্রাচুর্যতা তো ছিলোই, তার পাশাপাশি বেশ ক্রাক লক্ষ‍্য করা গেছে পিচে, ঠিক যেমনটা ভারতের পিচে দেখা যায়। ভারতে টেস্ট খেলা থাকলে এসজি বলে খেলা হয়, যা বেশ স্পিন সহায়ক। (IND vs AUS 2023)

২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে চার ম‍্যাচ মিলিয়ে মোট ৫৯ টা উইকেট নিয়েছিলেন অশ্বিন এবং আক্সার। তবে সেই সব পরিসংখ্যান এখন মাথায় নেই অসিদের, তাদের মাথায় ঘুরছে এখন ভারতের বিপক্ষে বদলা নেওয়া। এখানে জানিয়ে রাখি ২০১২ সালের পর ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি ভারতীয় ক্রিকেট দল। (IND vs AUS 2023)

সফরে কোনও প্রাক্টিস ম‍্যাচ খেলবেনা অস্ট্রেলিয়া। বেঙ্গালুরুতে পাঁচ দিনের প্রস্তুতি শিবির সাড়বে তারা। তাই অসিদের জন্যে কর্ণাটক ক্রিকেট সংস্থা বিশেষ পিচ বানাচ্ছে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য। ভারতীয় ক্রিকেট বোর্ড কে অস্ট্রেলিয়া অনুরোধ করেছে একটু ধুলোয় ভরা পিচে তাদের প্রাক্টিস করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

১ লা ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখানে পাঁচ দিন প্রস্তুতি শিবির চালানোর পর নাগপুরে রওনা দেবে স্মিথরা সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ 2023 Odi World Cup : চাহাল নয়, বিশ্বকাপের দলে কূলদীপকে চান সুনীল

Australia Test squad for India tour : Pat Cummins (capt), Ashton Agar, Scott Boland, Alex Carey, Cameron Green, Peter Handscomb, Josh Hazlewood, Travis Head, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Lance Morris, Todd Murphy, Matthew Renshaw, Steve Smith, Mitchell Starc, Mitchell Swepson, David Warner.

Australia Tour of India 2023 :

IND vs AUS 1st Test: February 9-13 in Nagpur

IND vs AUS 2ndTest: February 17-21 in Delhi

IND vs AUS 3rd Test: March 1-5 in Dharamshala

IND vs AUS 4th Test: March 9-13 in Ahmedabad

আরও পড়ুনঃ Nicholas Pooran : বাবা হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা নিকোলাস পুরাণ