IND vs AUS 2023 – আগামী ১-৫ মার্চ জুড়ে খেলা হবে বর্ডার – গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচ। ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ ধরমশালায় খেলার কথা থাকলেও, এখন সেই ম্যাচ ইন্দোরে খেলা হবে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হবে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ট্যুইট করে এই খবর জানানো হয়েছে। ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছিলো প্রথমে। এইসময় ধরমশালায় খুব ঠান্ডা। ফলে আউটফিল্ডে ঘাসের পরিমাণ কম। পরিস্থিতি সামাল দিতে অনেকটা সময় লাগবে। তাই ভেন্যু বদলে দেওয়া হলো। (IND vs AUS 2023)
“মাস্টারকার্ড অস্ট্রেলিয়ার ভারত সফরে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো ধরমশালার হিমাচলপ্রদেশ ক্রিকেট সংস্থার মাঠে। সেটা স্থানান্তরিত করা হলো, সেটি আয়োজন করা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। ধরমশালায় এখন ঠান্ডা পরার জেরে মাঠের আউটফিল্ডের ঘাস ঘন হতে পারছেনা, পুরো খেলার মতো জায়গায় আসতে এখনো সময় লাগবে।”
– ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জারি করা বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। (IND vs AUS 2023)
ইন্দোর বাছাই করা ছিলো ভ্যেনু হিসেবে। ২০২৩ সালে এই নিয়ে দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হচ্ছে এই মাঠে। এর আগে হোলকার স্টেডিয়ামে গত ২৪ শে জানুয়ারি খেলা হয়েছিল ভারত – নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ। (IND vs AUS 2023)
NEWS – Venue for third Test of the @mastercardindia Australia tour of India for Border-Gavaskar Trophy shifted to Indore from Dharamsala. #INDvAUS
— BCCI (@BCCI) February 13, 2023
More details here – https://t.co/qyx2H6N4vT pic.twitter.com/N3W00ukvYJ
সেই ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তার ওপেনিং পার্টনার শুভমান গিলের সেঞ্চুরির উপর নির্ভর করে ভারত স্কোরবোর্ডে ৩৮৫ রান তুলেছিলো, ৯ উইকেটের বিনিময়ে। এরপর নিউজিল্যান্ডকে ২৯৫ রানে আটকে দেয়।
প্রসঙ্গত, গত শনিবার নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে এক ইনিংস এবং ১৩২ রানে হারিয়ে দিয়েছিলো ভারত। ভারতের জাদেজা – অশ্বিন স্পিন জুঁটি টিকতেই দেয়নি অসি ব্যাটারদের। এর ফলে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ২২৩ রানের লিড নিয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। তার কোনও জবাব দেওয়া সম্ভব হয়নি বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়ার। মাত্র ৩২.৩ ওভার ব্যাট করতে পেরেছিলো তারা, ৯১ রানেই অল আউট হয়ে যায়। (Border-Gavaskar Trophy, 1st Test)
হাইপ্রোফাইল এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ তিন দিন ও টেকেনি। গোটা ম্যাচে একটুও রা কাটতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ব্যাট করে ১৭৭ রান তুলেছিলো তারা। তৃতীয় দিন এক সেশনেই দশ উইকেটের পতন হয়েছিলো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলে শীর্ষে থাকা দলের থেকে এমন পারফরম্যান্স সত্যি খুব অনভিপ্রেত।
আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে ২১ শে ফেব্রুয়ারি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ভারত সেই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে চাইবে এই সিরিজে।
আরও পড়ুনঃ Ind vs Pak : গতবছর মেলবোর্নে বিরাটের ‘পাক বধে’র স্মৃতি ফেরালেন জেমিমাহ, দেখুন ভিডিও