ICC Womens T20 World Cup 2023 – কদিন আগেই শেষ হয়েছে অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ। এবার দক্ষিণ আফ্রিকাতেই বসছে বড়দের (মহিলা) টি-২০ বিশ্বকাপ। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই আসন্ন টুর্নামেন্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ সব তথ্য।
কবে শুরু হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ (ICC Womens T20 World Cup 2023)
১০ ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ শুক্রবার, দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে চলেছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। আজকের উদ্বোধনী ম্যাচে আয়োজক দক্ষিণ আফ্রিকা মাঠে নামছে শ্রীলঙ্কার বিরুদ্ধে।
ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হবে কবে
ভারতীয় দল আগামী ১২ ই ফেব্রুয়ারি, রবিবার তাদের বিশ্বকাপ অভিযান শুরু করছে। কেপ টাউনে ভারত নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।
কতগুলি দল এবার বিশ্বকাপে অংশ নিচ্ছে
এবছর মোট ১০ টি দল মেয়েদের টি-২০ বিশ্বকাপে (ICC Womens T20 World Cup 2023) অংশ নিচ্ছে। ১০ টি দলকে ২ টি গ্রুপে ভাগ করা হয়েছে। ২ টি গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।
টি-২০ বিশ্বকাপের গ্রুপ বিভাগ
গ্রুপ-১ : অস্ট্রেলিয়া, বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।
গ্রুপ-২ : ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।
টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপ ম্যাচগুলির সূচি (ICC Womens T20 World Cup 2023)
১) ১২ ফেব্রুয়ারি : ভারত বনাম পাকিস্তান (কেপটাউন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
২) ১৫ ফেব্রুয়ারি : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (কেপটাউন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
৩) ১৮ ফেব্রুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড (পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
৪) ২০ ফেব্রুয়ারি : ভারত বনাম আয়ারল্যান্ড (পোর্ট এলিজাবেথ, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
বিশ্বকাপের নক-আউটের সূচি (ICC Womens T20 World Cup 2023)
২৩ ফেব্রুয়ারি : প্রথম সেমিফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
২৪ ফেব্রুয়ারি : দ্বিতীয় সেমিফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট)।
২৬ ফেব্রুয়ারি : ফাইনাল (কেপ টাউন, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)।
টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড (ICC Womens T20 World Cup 2023)
হরমনপ্রীত কউর (ক্যাপ্টেন), স্মৃতি মন্ধনা (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, যস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমিমা রডরিগেজ, হার্লিন দেওয়ল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেনুকা সিং ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড় ও শিখা পান্ডে।
ভারতীয় স্কোয়াডের রিজার্ভ ক্রিকেটার
সাবভিনেনি মেঘনা, স্নেহ রানা ও মেঘনা সিং।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে মহিলা টি-২০ বিশ্বকাপের ম্যাচগুলি।
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ
ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে মহিলা টি-২০ বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2023) ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্টে কূলদীপ যাদব না খেলায় হতাশ দানীশ কানেরিয়া