ICC Womens T20 World Cup 2023 : বিশ্বকাপ অভিযান শুরু করার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় স্মৃতি মন্ধানা 

0
12
ICC Womens T20 World Cup 2023 : Smriti Mandhana doubtful for India vs Pakistan T20 World Cup opener
ICC Womens T20 World Cup 2023 : Smriti Mandhana doubtful for India vs Pakistan T20 World Cup opener

এখনও সারেনি আঙুলের চোট। (ICC Womens T20 World Cup 2023) তার জেরে আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। সূত্র উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।

ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে বাঁ-হাতের মধ্যমায় চোট পান ২৬ বছরের স্মৃতি। (ICC Womens T20 World Cup 2023) বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে,

“প্র্যাকটিস ম্যাচের সময় ওর (স্মৃতি) চোট লেগেছে। আমরা এখনও বলতে পারবো না যে ও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে কিনা। তবে ও পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে যেতে পারে।”

গত ৬ ই ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে নেমেছিল ভারত। সেই ম্যাচে নিজের চিরাচরিত ওপেনিংয়ে নামেননি স্মৃতি। তিন নম্বরে ব্যাট করেন ভারতের সহ-অধিনায়ক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। তিন বল খেলেছিলেন মাত্র। তারপর বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ার্ম-আপ ম্যাচেও খেলেননি তিনি। সেই ম্যাচে তাকে সাইডলাইনে বসে থাকতে দেখা গিয়েছিল। (ICC Womens T20 World Cup 2023)

অবে শুধু সহ-অধিনায়ক স্মৃতি নন, অধিনায়ক হরমনপ্রীত কৌরের ফিটনেস নিয়েও যথেষ্ট উদ্বেগ আছে। গত সপ্তাহে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেইসময় তিনি বলেছিলেন-

“বিশ্রাম পেলেই (চোট) ঠিক হয়ে যাবে।” তারপর বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে ব্যাট করেননি হরমন।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : ম‍্যাচের সেরা নির্বাচিত হয়েও বিরাট শাস্তি পেলেন রবীন্দ্র জাদেজা

২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সূচি – (ICC Womens T20 World Cup 2023)

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC Womens T20 World Cup 2023) গ্রুপ ‘বি’-তে আছে ভারত। গ্রুপে মোট চারটি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম দুইয়ে শেষ করতে পারলে সেমিফাইনালে উঠতে পারবেন শেফালি বর্মা, রিচা ঘোষরা। 

১২ ই ফেব্রুয়ারি : ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।

১৫ ই ফেব্রুয়ারি : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।

১৮ ই ফেব্রুয়ারি : ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

২০ শে ফেব্রুয়ারি : ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy, 1st Test : নাগপুর টেস্ট জিতে রোহিত শর্মার মুখে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের প্রসঙ্গ