ICC Womens T20 World Cup 2023 : ১৪ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে ভীষণ খুশি শিখা, করলেন আবেগপ্রবণ পোস্ট

0
19
ICC Womens T20 World Cup 2023 : Shikha Pandey shares heartfelt tweet as she makes Team India comeback after 14 months for Women's T20 World Cup 2023
ICC Womens T20 World Cup 2023 : Shikha Pandey shares heartfelt tweet as she makes Team India comeback after 14 months for Women's T20 World Cup 2023

কঠোর পরিশ্রম এবং নিজের সামর্থ্যের উপর বিশ্বাস রাখার যে কোনও বিকল্প নেই, (ICC Womens T20 World Cup 2023) একথা সমাজের যে কোনও ক্ষেত্রেই প্রযোজ্য। আরও একবার সেই কথাকেই যেন সত্যি করে দেখালেন শিখা পান্ডে। ৩৩ বছর বয়সি ভারতীয় পেসারের জাতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকা’তে আসন্ন টি-২০ বিশ্বকাপের (ICC Womens T20 World Cup 2023) দল ঘোষণা করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর সেই দলে জায়গা পাওয়ার পরেই এক হৃদয়স্পর্শী বার্তা দিয়েছেন শিখা পান্ডে।

সম্প্রতি যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে সেই দলে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার শিখা পান্ডে। বলা যায় দীর্ঘদিন বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে তার। প্রায় এক বছরের উপর সময় জাতীয় নির্বাচক’দের পছন্দের তালিকাতেও ছিলেন না তিনি। এরপরেও জাতীয় দলে তার এই ডাক পাওয়া অবাক করেছে অনেককেই। 

প্রসঙ্গত, এবার দক্ষিণ আফ্রিকা’তে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের আসর (ICC Womens T20 World Cup 2023)। সেখানে ভারতীয় পেস বোলিং আক্রমণের দায়িত্বে থাকছেন শিখা পান্ডে, রেণুকা ঠাকুর এবং অঞ্জলি সর্বানী।

জাতীয় দলে ডাক পাওয়ার পরেই অভিজ্ঞ পেসার শিখা পান্ডে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে কঠিন সময়ে তার পাশে যারা ছিলেন তাদেরকে ভারতের এই অভিজ্ঞ বোলার ধন্যবাদ জানিয়েছেন।  এরপর নিজের ট্যুইটার হ্যান্ডেলে শিখা পান্ডে তার ঘরের দেওয়ালে সাঁটানো একটি পোস্টারের ছবিও শেয়ার করেছেন। পাশাপাশি তিনি হৃদয়স্পর্শী বার্তাও দিয়েছেন।

তিনি লিখেছেন,

“আমি গত ফেব্রুয়ারি’তে আমার বেডরুমের দেওয়ালে একটি পোস্টার লাগিয়ে রেখেছিলাম। যা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছিল। আমার হৃদয় তাদের জন্য কৃতজ্ঞতায় পরিপূর্ণ যারা আমাকে ওই কঠিন সময়ে সঙ্গ দিয়ে পাশে থেকেছেন। আমি সকলের কাছ থেকে শুভ কামনা পেয়ে অভিভূত। আমার কঠোর পরিশ্রম জারি থাকবে। আশীর্বাদধন্য।”

আরও পড়ুনঃ Shikhar Dhawan : গতবছর ওডিআই দল থেকে বাদ পড়ছিলেন, তখন তার হয়ে লড়ছিলেন কোহলি 

শিখা পান্ডে’র ঘরে ঝুলিয়ে রাখা সেই পোস্টারে লেখা ছিল-

“আমার সবথেকে বড় উন্নতি আসে যখন আমরা অন্ধকারতম অধ্যায়ের মধ্যে দিয়ে সময় অতিবাহিত করি।”

কার্যত, আগামী ১০ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের টি-২০ বিশ্বকাপ (ICC Womens T20 World Cup 2023)। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে কেপটাউনে। তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দল।

আরও পড়ুনঃ Rishabh Pant : কেমন আছেন ঋষভ পন্ত, তার মেডিক্যাল রিপোর্ট এলো প্রকাশ‍্যে