ICC Womens T20 World Cup 2023 : টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারত, জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন শিখা পান্ডে

0
23
ICC Womens T20 World Cup 2023 : India squad for Women’s T20 World Cup, tri-series in South Africa announced; Shikha Pandey, Pooja Vastrakar return
ICC Womens T20 World Cup 2023 : India squad for Women’s T20 World Cup, tri-series in South Africa announced; Shikha Pandey, Pooja Vastrakar return

গত বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। (ICC Womens T20 World Cup 2023) দলে আছেন বাংলার দুই মেয়ে রিচা ঘোষ এবং দীপ্তি শর্মা। তারইমধ্যে এক বছরেরও পরে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন শিখা পান্ডে।

তবে পূজা বস্ত্রকারের ভবিষ্যৎ এখনও কিছুটা ধোঁয়াশার মধ্যে আছে। প্রাথমিক দলে থাকলেও ফিটনেসের উপর নির্ভর করছে যে তিনি বিশ্বকাপের স্কোয়াডে থাকবেন কিনা। (ICC Womens T20 World Cup 2023)

বিশ্বকাপের জন্য ভারতের দল : (ICC Womens T20 World Cup 2023)

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রিচা ঘোষ (উইকেটকিপার), জেমিমা রড্রিগেজ, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাধা যাদব, রেণুকা ঠাকুর, অঞ্জলি সর্বাণী, পূজা বস্ত্রকার (বিসিসিআই জানিয়েছে, ফিটনেসের উপর নির্ভর করছে যে তিনি স্কোয়াডে থাকবেন কিনা), রাজেশ্বরী গায়কোয়াড় এবং শিখা পান্ডে।

রিজার্ভ দল : সাব্বিনেনি মেঘনা (ওপেনার), স্নেহ রানা (অল-রাউন্ডার) এবং মেঘনা সিং (পেসার)।

প্রসঙ্গত, আগামী ১০ ই ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকা’য় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। (ICC Womens T20 World Cup 2023) প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দুটি দল সেমিফাইনালে যাবে। গ্রুপ ‘বি’-তে আছে ভারত।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo Jr : ম‍্যানচেস্টার ইউনাইটেড ছাড়লো রোনাল্ডোর ছেলে

প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৩ শে ফেব্রুয়ারি। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে। দুটি সেমিফাইনাল’ই হবে কেপটাউনে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। ফাইনালও কেপটাউনে হবে। (ICC Womens T20 World Cup 2023)

কার্যত, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা’য় ত্রিদেশীয় সিরিজে খেলে প্রস্তুতি সারবেন হরমন, স্মৃতি’রা। যে সিরিজ শুরু হতে চলেছে আগামী বছরের ১৯ শে জানুয়ারি থেকে। সেই সিরিজের জন্যও বুধবার দল ঘোষণা করা হয়েছে। সেই সিরিজের দলে কারা কারা আছেন, তা দেখে নিন এক নজরে –

হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), জেমিমা রড্রিগেজ, হার্লিন দেওল, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব, রেণুকা ঠাকুর, মেঘনা সিং, অঞ্জলি সর্বাণী, সুষমা বর্মা (উইকেটকিপার), আমনজ্যোত কৌর, পূজা বস্ত্রকার, সাব্বিনেনি মেঘনা, স্নেহ রানা, মেঘনা সিং এবং শিখা পান্ডে।

আরও পড়ুনঃ Neymar : ডাইভ মেরে লাল কার্ড দেখলেন নেইমার