মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে (ICC Test Rankings) সদ্য সমাপ্ত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অন্তর্গত সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, ভারত’কে জয় এনে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ডানহাতি ব্যাটার শ্রেয়াস আইয়ার।
এবার তার ফলস্বরূপ বিশেষ পুরস্কার পেলেন ভারতের এই দুই তারকা। সদ্য প্রকাশিত আইসিসি পুরুষ’দের টেস্ট প্লেয়ার র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) চমকপ্রদ উন্নত করেছেন আইয়ার এবং অশ্বিন।
কার্যত, সেই দ্বিতীয় টেস্ট ম্যাচে অশ্বিনের নেওয়া ৬ উইকেট তাকে র্যাঙ্কিংয়ে এক স্লট উপরে উঠে আসতে সাহায্য করেছে, এবং যার জন্য বর্তমানে তিনি জাসপ্রীত বুমরাহের সঙ্গে বোলার’দের র্যাঙ্কিংয়ের মধ্যে যৌথ-চতুর্থ স্থানে রয়েছেন।
এছাড়া দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৪২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর ব্যাটসম্যান’দের তালিকায় অশ্বিন তিন ধাপ উপরে উঠে ৮৪ তম স্থানে উঠে এসেছেন। তার ব্যাটে ভর করেই মীরপুর টেস্টে ভারত তিন উইকেটে জয় ছিনিয়ে নিতে পেরেছে। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টও সংগ্রহ করেছে।
প্রসঙ্গত, অশ্বিন এর আগে একটা সময়ে আইসিসি র্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) ১ নম্বর বোলার এবং অলরাউন্ডার ছিলেন। এবার অলরাউন্ডার’দের র্যাঙ্কিংয়েও সাত রেটিং পয়েন্ট পেয়েছেন অশ্বিন। এই মুহূর্তে তিনি দুইয়েই রয়েছেন। এই তালিকা’য় তার সতীর্থ রবীন্দ্র জাদেজা শীর্ষে রয়েছেন। জাদেজা’র বর্তমানে রেটিং পয়েন্টে ৩৬৯ এবং অশ্বিনের রেটিং পয়েন্ট ৩৪৩।
এদিকে শ্রেয়াস আইয়ার, যিনি অশ্বিনের সঙ্গে অপরাজিত ৭১ রানের পার্টনারশিপ করে দল’কে জেতাতে সাহায্য করেছিলেন, তিনি ব্যাটার’দের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারের সেরা ১৬ নম্বর স্থানে উঠে এসেছেন। শ্রেয়াস আইয়ারের ৮৭ এবং অপরাজিত ২৯ রানের স্কোর তাকে ২৬ নম্বর থেকে ১০ ধাপ উপরে ১৬-তে উঠে আসতে সাহায্য করেছে।
India stars on the rise in the @MRFWorldwide ICC Men's Test Player Rankings after thrilling win over Bangladesh 🔥
— ICC (@ICC) December 28, 2022
Details 👇 https://t.co/FbVElpzVjz
আরও পড়ুনঃ Indian Cricket Team : ফিট হয়েও দলে নেই বুমরাহ, অস্ট্রেলিয়া সিরিজের আগে পন্ত’কে পাঠানো হচ্ছে NCA’তে
এছাড়া ভারতীয় উইকেট কিপার-ব্যাটার ঋষভ পন্ত প্রথম ইনিংসে তার করা ৯৩ রানের সৌজন্যে তিন রেটিং পয়েন্ট বেশি পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। ফাস্ট বোলার উমেশ যাদব ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন, তিনি ৩৩ নম্বরে উঠে এসেছেন। (ICC Test Rankings)
অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস ২৫ এবং ৭৩ স্কোর করার পরে ক্যারিয়ারের সেরা ১২ নম্বরে উঠে এসেছেন। যেখানে মোমিনুল হক (পাঁচ স্থান উঠে ৬৮ তম), জাকির হাসান (সাত স্থান উঠে যৌথ-৭০ তম) এবং নুরুল হাসান’ও (পাঁচ স্থান উপরে উঠে ৯৩ তম) র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছে।
স্পিনার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ র্যাঙ্কিংয়ে দুটি করে স্থান উপরে উঠে যথাক্রমে ২৮ তম এবং ২৯ তম স্থানে পৌঁছেছেন, যেখানে অধিনায়ক শাকিব আল হাসান এক স্থান উপরে উঠে ৩২ তম স্থানে রয়েছেন।
তবে অলরাউন্ডার’দের তালিকায় শাকিব তিনে রয়েছেন। প্রথম ইনিংসে তাইজুল চার উইকেট নিয়েছিলেন এবং মেহেদি এবং শাকিব ম্যাচে ছটি করে উইকেট নিয়েছিলেন। (ICC Test Rankings)