ICC T20I Team of 2022 – সোমবার আইসিসির তরফে ২০২২ সালের বর্ষসেরা টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে। তালিকায় আছেন তিন ভারতের ক্রিকেটার – Virat Kohli, Suryakumar Yadav এবং Hardik Pandya।
ইংল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক জস বাটলার এই দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে দারুণ পারফরম্যান্স দিয়েছেন তিনি। (ICC T20I Team of 2022)
তালিকায় সবথেকে বেশি সংখ্যক ক্রিকেটার আছে ভারতের। মোট তিন জন। ইংল্যান্ড এবং পাকিস্তানের আছে দুই জন করে। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কার একজন করে ক্রিকেটার আছে। (ICC T20I Team of 2022)
তালিকা ঘোষণা করার সময় বিরাট কোহলির ভূয়সী প্রশংসা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তাদের বক্তব্য, (ICC T20I Team of 2022)
“২০২২ সালে ফের পুরানো বিরাট কোহলি কে দেখেছি আমরা। এশিয়া কাপে আলাদাই খেলেছিলো। ৫ ম্যাচে ২৭৬ রান করে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিল। একই টুর্নামেন্টে প্রায় তিন বছর সেঞ্চুরি না করার খড়া কাটায়। আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে।
একই ফর্ম বজায় ছিলো টি টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে মেলবোর্নে খেলেছিলেন ঐতিহাসিক ৮২* রানের অপরাজিত ইনিংসটা। ওই অপরাজিত ৮২* রানের ইনিংস টা টুর্নামেন্টের আবহ টাকে বদলে দিয়েছিলো। এরপর আরো তিনটি হাফ সেঞ্চুরি করেছিল ও। ২৯৬ রান করার মধ্যে দিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নির্বাচিত হন তিনি।”
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : “বিরাট কোহলি নিজের আউট হওয়ার ধরন দেখে হতাশ হচ্ছে নিশ্চিত” : ওয়াসিম জাফর
The ICC Men's T20I Team of the Year 2022 is here 👀
— ICC (@ICC) January 23, 2023
Is your favourite player in the XI? #ICCAwards
সূর্য কুমার যাদব ২০২২ সালে টি টোয়েন্টি ক্রিকেটে অবিশ্বাস্য ছন্দে ছিলেন। ১১৬৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠার পাশাপাশি আইসিসির টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেন।
Jos Buttler (c, wk) (England), Mohammad Rizwan (Pakistan), Virat Kohli (India), Suryakumar Yadav (India), Glenn Phillips (New Zealand), Sikandar Raza (Zimbabwe), Hardik Pandya (India), Sam Curran (England), Wanindu Hasaranga (Sri Lanka), Haris Rauf (Pakistan), Josh Little (Ireland).
আরও পড়ুনঃ Umran Malik : হারিস রাউফের সাথে উমরান মালিকের তুলনা টেনে বিশেষ মন্তব্য করলেন প্রাক্তন পাক ক্রিকেটার