ICC Rankings : হ্যাজেলউডের দাপটে সিংহাসন খোয়ালেন সিরাজ, ল্যাবুশানে’কে পিছনে ফেলার দোরগোড়ায় উইলিয়ামসন

0
21
ICC Rankings : Mohammed Siraj loses top position to Josh Hazlewood in ODI, Williamson rises to no.2 in Test
ICC Rankings : Mohammed Siraj loses top position to Josh Hazlewood in ODI, Williamson rises to no.2 in Test

ICC Rankings – সদ্য প্রকাশিত আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খোয়ালের ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ।  ওয়ানডে বোলারদের তালিকায় এক থেকে তিনে নেমে গেলেন টিম ইন্ডিয়ার এই তারকা পেসার। সিরাজকে টপকে ওয়ানডে ক্রিকেটের এক নম্বর বোলারে পরিণত হলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জোশ হ্যাজেলউড।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩ টি উইকেট নেওয়া সত্ত্বেও, বিশ্ব ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে যেতে হল সিরাজকে। অন্যদিকে হ্যাজেলউড ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ না খেলা সত্ত্বেও আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি করলেন। (ICC Rankings)

এদিকে সিরাজ হ্যাজেলউড ছাড়া ওয়ানডে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। (ICC Rankings)

ভারতের বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে দুর্দান্ত বল করা মিচেল স্টার্ক’ও বিশ্ব ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন।  তিনি আপাতত সিরাজের সঙ্গে যুগ্মভাবে বোলারদের তালিকার তিন নম্বরে অবস্থান করছেন।

অন্য়দিকে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরের সিংহাসন টলমল করছে মার্নাস ল্যাবুশানের। এই   অজি তারকা আপাতত তালিকার এক নম্বরে টিকে থাকলেও, তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেন উইলিয়ামসন। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে পরপর ২ টি টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাট করেন উইলিয়ামসন।  যার পুরস্কার মেলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ উঠে এসে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছেন এই কিউয়ি তারকা। (ICC Rankings)

উইলিয়ামসনের উত্থানে এক ধাপ করে পিছিয়ে যেতে হয়েছে স্টিভ স্মিথ, জো রুট, বাবর আজম ও ট্রেভিস হেড’কে। এই চার তারকা আপাতত টেস্ট ব্যাটসম্যান’দের তালিকায় যথাক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ IPL 2023 : কোচ নয়, বরং দলের খেলোয়াড়দের থেকে পলি ডাক শুনতে চান কায়রন পোলার্ড

টেস্ট ব্যাটসম্যানদের প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি ঋষভ পন্ত। তিনি ৯ নম্বরে জায়গা ধরে রেখেছেন। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় রোহিত শর্মা রয়েছেন যুগ্মভাবে ১১ নম্বরে। ১৩ নম্বরে রয়েছেন কোহলি। (ICC Rankings)

রবিচন্দ্রন অশ্বিন টেস্ট বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন। টেস্ট অল-রাউন্ডার’দের তালিকায় এক ও দুই নম্বরে রয়েছেন যথাক্রমে রবীন্দ্র জাদেজা ও অশ্বিন। জাদেজা টেস্ট বোলারদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন। বুমরাহ রয়েছেন ৭ নম্বরে। অক্ষর প্যাটেল টেস্ট অল-রাউন্ডার’দের তালিকায় চার নম্বরে অবস্থান করছেন। (ICC Rankings)

এই মুহূর্তে আইসিসির এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হলেন বাবর আজম। ওয়ানডে ব্যাটসম্যান’দের তালিকায় গিল ৫ নম্বরে, বিরাট যুগ্মভাবে সাতে এবং রোহিত শর্মা ৯ নম্বের অবস্থান করছেন।

আরও পড়ুনঃ WPL 2023 : উন্মাদনা তুঙ্গে সকল ক্রিকেটপ্রেমীদের, মুহূর্তের মধ্যে শেষ উইমেন্স প্রিমিয়র লিগ ফাইনালের সব টিকিট