ICC Mens T20I Rankings : আইসিসি’র টি-২০ ব়্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি ক্যাপ্টেন হার্দিক সহ আরও ৩ ভারত তারকা’র

0
343
ICC Mens T20I Rankings : Ishan Kishan, Hardik Pandya, Deepak Hooda make HUGE gains
ICC Mens T20I Rankings : Ishan Kishan, Hardik Pandya, Deepak Hooda make HUGE gains

সদ্য প্রকাশিত আইসিসি’র টি-২০ ব়্যাঙ্কিংয়ে (ICC Mens T20I Rankings) বিরাট লাফ দিলেন সংক্ষিপ্ত ফর্ম্যাটে টিম ইন্ডিয়া’র অস্থায়ী ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া-সহ, ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা। শ্রীলঙ্কা’র বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম্যান্সের সুবাদে ইশান কিষাণ, দীপক হুডা’রা ব্যাটসম্যান’দের ক্রমতালিকায় একলাফে অনেকটা উপরে উঠে এসেছেন।

ওয়াংখেড়ের প্রথম টি-২০ ম্যাচে ওপেন করতে নেমে ৩৭ রানের কার্যকরী ইনিংস খেলা ইশান ১০ ধাপ উঠে এসে ব্যাটসম্যান’দের তালিকায় ২৩ নম্বরে চলে এসেছেন। ২৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলা দীপক হুডা টি-২০ ব্যাটসম্যান’দের তালিকার প্রথম একশোয় ঢুকে পড়েছেন। তিনি ৪০ ধাপ উঠে এসে ৯৭ নম্বরে অবস্থান করছেন। (ICC Mens T20I Rankings)

অন্যদিকে হার্দিক পান্ডিয়া প্রথম ম্যাচে কোনও উইকেট না পেলেও তার কৃপণ বোলিংয়ের সুবাদে বোলার’দের তালিকায় ১০ ধাপ উন্নতি করেছেন। তিনি পৌঁছে গিয়েছেন টি-২০ বোলার’দের তালিকার ৭৬ নম্বরে।

সূর্যকুমার যাদব প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে না পারলেও এখনও বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যানের মুকুট নিজের মাথায় রেখেছেন। বিরাট কোহলি রয়েছেন ১৩ নম্বরে। ব্যাটসম্যান’দের তালিকার ২০ ও ২১ নম্বরে রয়েছেন যথাক্রমে লোকেশ রাহুল ও রোহিত শর্মা।

আরও পড়ুনঃ Asia Cup 2023 : আসন্ন এশিয়া কাপে আরও একবার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান, জানুন বিস্তারিত

হার্দিক পান্ডিয়া আগের মতোই ৫০ নম্বরে রয়েছেন। শ্রেয়াস আইয়ার ২ ধাপ নেমে ৫৭ নম্বরে অবস্থান করছেন। ঋষভ পন্ত এক ধাপ নেমে ৮৩ নম্বরে পৌঁছে গিয়েছেন। (ICC Mens T20I Rankings)

তবে টি-২০ বোলার’দের প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। আইসিসি ব়্যাঙ্কিং অনুযায়ী এই মুহূর্তে ভারতের সেরা টি-২০ বোলার হলেন ভুবনেশ্বর কুমার। তিনি রয়েছেন সার্বিক তালিকার ১১ নম্বরে।  অর্শদীপ সিং ২১ ও রবিচন্দ্রন অশ্বিন ২৪ নম্বরে অবস্থান করছেন। (ICC Mens T20I Rankings)

এছাড়া দুই স্পিনার অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল রয়েছেন যথাক্রমে ৪৬ ও ৪৭ নম্বরে। হার্ষাল প্যাটেল ২ ধাপ নেমে ৫৩ নম্বরে চলে গিয়েছেন। এছাড়া টি-২০ বোলার’দের তালিকায় রবি বিষ্ণোই ৭৯, জসপ্রীত বুমরাহ ৮২, দীপক চাহার ৮৩, মহম্মদ শামি ৮৮ এবং মহম্মদ সিরাজ ৯৩ নম্বরে রয়েছেন। এই মুহূর্তে আইসিসি’র সেরা টি-২০ বোলার হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রশিদ খান ও আদিল রশিদ রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। (ICC Mens T20I Rankings)

টি-২০ অল-রাউন্ডার’দের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হার্দিক পান্ডিয়া। অল-রাউন্ডার’দের প্রথম কুড়িতে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। শীর্ষে রয়েছেন শাকিব আল হাসান। মহম্মদ নবি অবস্থান করছেন দ্বিতীয় স্থানে।

আরও পড়ুনঃ Rishabh Pant : কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন পন্ত তা জানালো বিসিসিআই