
IND vs SL 2023 – আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী জোড়ে বল করার রেকর্ড এখনও দখলে রেখেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। ভারতের উদীয়মান পেসার উমরান মালিক মনে করেন তিনি এই রেকর্ড ভেঙে দিতে পারেন।
News 24 কে দেওয়া একটি সাক্ষাৎকারে উমরান মালিক জানিয়েছেন সব সময় দলের জন্য ভালো কিছু করাটাই ফোকাসে থাকে তার। উমরানের বক্তব্য – (IND vs SL 2023)
“যদি আমি ভালো খেলি এবং ভাগ্য সহায় থাকে, তাহলে শোয়েব আখতারের রেকর্ড ভাঙার ক্ষমতা রাখি। কিন্তু এখন এসব মাথায় রাখছিনা আমি। এই মুহূর্তে ভারতের হয়ে ভালো খেলাটাই আমার লক্ষ্য।
আসলে কোনও ম্যাচে খেলার সময় বোঝা যায়না কতো জোড়ে বোলিং করছো তুমি। খেলা শেষে সেই সব স্পষ্ট হয়।খেলা চলাকালীন আমার শুধুমাত্র ফোকাস থাকে একেবারে সঠিক জায়গায় বোলিং করে উইকেট তুলে নেওয়া।”
Always a proud moment to represent your country 🇮🇳
— Umran Malik (@umran_malik_01) November 25, 2022
And ODI debut is one such moment. #TeamIndia pic.twitter.com/rD1zBySToA
প্রসঙ্গত,আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অবধি সবচেয়ে ফাস্টেস্ট ডেলিভারি করার রেকর্ড দখলে আছে শোয়েব আখতারের।২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে ১৬১ কিমি প্রতি ঘন্টার বেগে বোলিং করেছিলেন তিনি।
দেড়শোর গতিতে ধারাবাহিক ভাবে ভালো বোলিং করার ক্ষমতা রাখেন উমরান মালিক। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ভারতীয় ক্রিকেট দলে জায়গা হয়েছে তার। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাকে। এরপরের দুই টি টোয়েন্টি ম্যাচ খেলা হবে যথাক্রমে ৫ এবং ৭ ই জানুয়ারি পুণে এবং রাজকোটে। (IND vs SL 2023)
সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজে নজরকাড়া বোলিং করেছিলেন ২৩ বছর বয়সী এই ভারতীয় পেসার। চার ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগের সদ্বব্যবহার করার চেষ্টা করবেন উমরান। ২০২২সালের জু্লাই মাসে শেষ বার দেশের হয়ে টি টোয়েন্টি খেলেছিলেন উমরান।
India T20Is squad for IND vs SL 2023 :
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.