
IND vs NZ 2023 – নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ঝুড়ি ঝুড়ি রান গড়েছিলেন শুভমান গিল। ৩৬০ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এরমধ্যে আছে একটি ডবল সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি। রান করেছেন ১৮০ গড়ে।
শুভমান গিলের কাছে তার এমন ভাবে ধারাবাহিক ভাবে ভালো খেলার রহস্য জানতে চাওয়া হলে গিল বলেছেন ডবল সেঞ্চুরি করার পরেও খেলার খিদেটা একই রকম আছে তার। সব সময় পরিস্থিতি বুঝেই খেলতে চান তিনি। (IND vs NZ 2023)
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : হার্দিক পান্ডিয়া ভারতের সম্পদ, তাকে কুর্নিশ জানালেন ইরফান পাঠান
“গোটা সিরিজ জুড়ে এমন পারফরম্যান্স দিতে পেরে ভীষণ খুশি আমি। ডবল সেঞ্চুরি করার পরেও কিন্তু খেলার প্রতি আমার খিদেটা একই রয়েছে। আমার কাছে প্রতি ম্যাচে একটা ভালো শুরুয়াত এবং সেই শুরু গুলোকে পরবর্তী সময়ে বড়ো রানে পরিণত করাটাই অধীক গুরুত্ব পায়।
আমি ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে চাই। কখনও খেলার সময় আমার স্কোরের দিকে নজর রাখিনা। ম্যাচে আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। এই পিচে খেলাকালীণ মনে হচ্ছিলো ম্যাচ যে কারোর দিকেই জেতে পারে।”
এর পর শুভমান গিলকে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে। রাঁচিতে ২৭ শে জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ।
আরও পড়ুনঃ Indian Cricket Team : বুমরাহ, জাদেজা ফিরলে আরও শক্তিশালী হবে ভারত, মত প্রাক্তন পাক তারকার