Hugo Lloris – আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালো তারকা গোলকিপার হুগো লরিস। লেঁস ব্লুসের জার্সি গায়ে তার কেরিয়ার দারুণ চমকপ্রদ। রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য তিনি।
ডিসেম্বর কাতার বিশ্বকাপে রানার্সআপ ফ্রান্স দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয় দলের জার্সি গায়ে তার খেলার অভিজ্ঞতা মোটেই সুখকর নয়।
২০০৮ সালে ফ্রান্সের হয়ে অভিষেক করেন লরিস (Hugo Lloris)। এরপর দেশের হয়ে ১৪৫ টা ম্যাচ খেলেছিলেন। দেশের হয়ে খেলা ১৩, ০৮৯ মিনিট বিশিষ্ট বর্ণময় কেরিয়ারে ৫৩ টা ক্লিন শিট আছে তার নামের পাশে।
ফরাসি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচ খেলা ফুটবলার লরিস। দেশের জাতীয় দলের একনিষ্ঠ সৈনিক গত একদশকের বেশি সময় ধরে তিন কাঠির তলায় দারুণ নির্ভরতা দিয়েছে জাতীয় দলকে।
Breaking | Hugo Lloris retires from international football. More follows.
— Get French Football News (@GFFN) January 9, 2023
Hugo Lloris announces his international retirement, as @lequipe reports. The French goalkeeper leaves after great World Cup in Qatar. 🔴🇫🇷 #THFC
— Fabrizio Romano (@FabrizioRomano) January 9, 2023
On the same day, Thomas Müller has decided to continue with the German national team — he’s not gonna leave and he will be available. pic.twitter.com/jqQmYduK5X
ফ্রান্সের জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব স্তরে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়া ক্লাব স্তরে বিভিন্ন সময় নিস এবং অলিম্পিক লিয়ঁর হয়ে খেলেছিলেন।
লরিসের অবর্তমানে এবার জাতীয় দলের পরবর্তী গোলকিপার বাছাই করা একটা দারুণ গুরুত্বপূর্ণ কাজ হতে চলেছে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশচ্যাম্পসের কাছে। আপাতত আলফান্সো আরিওলা এবং মাইক মাগিনান আছেন লরিসের জায়গা দখল করার লড়াইয়ের জন্যে।
চলতি মরশুমে টটেনহ্যামের হয়ে ২৩ টা ম্যাচ খেলেছিলেন লরিস। আছে সাতটি ক্লিন শিট। এরমধ্যে দুটো শুট আউট আছে চ্যাম্পিয়ান্স লিগে। কাতার বিশ্বকাপে খেলা নয়টি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দিয়েছিলেন তিনি।