আইপিএল ২০২৩ (IPL 2023) মিনি নিলামের পরিচালনার দায়িত্বে থাকছেন ফের বিখ্যাত অকশনার হিউ এডমেডেস। গত কয়েক বছর ধরে বিভিন্ন বিখ্যাত সব টুর্নামেন্টের আসরে অকশনার হিসেবে দেখা যাচ্ছে এডমেডেস। আইপিএল ২০২২ এর নিলামেও দেখা গেছিলো তাকে।
আইপিএল ২০২২ চলাকালীন দূর্ঘটনা ঘটে যায় এডমেডেসের সাথে। রক্তচাপ নেমে যাওয়ায় ‘মেগা অকশন’ চলাকালীন অজ্ঞান হয়ে পড়ে যান তিনি। এরপর অভিজ্ঞ ধারাভাষ্যকার চারু শর্মা’কে বাকি নিলাম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। কারণ এতো বড়ো অনুষ্ঠান চালিয়ে যাওয়ার মতো শারীরিক অবস্থা ছিলো না এডমেডেসের, যিনি বিখ্যাত তার অকশনার হিসেবে নিজস্বতার জন্যে। (IPL 2023)
৬২ বছর বয়সী অকশনার অবশেষে শারীরিক সুস্থতা বোধ করার পর নিলাম পর্বের শেষের দিকে হাজির হয়েছিলেন। মেগা অকশনের অন্তিম পর্ব পরিচালনা করেছিলেন তিনি। আরেকবার এবিষয় তার উপর’ই আস্থা রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। (IPL 2023)
Sportstar কে এডমেডেস বলেছেন –
“ভারতীয় ক্রিকেট বোর্ড আমায় আইপিএল ২০২৩ (IPL 2023) নিলামের দায়িত্ব পালন করতে বলায় ভীষণ উত্তেজিত আমি। প্রথম বার কোচিতে যাবো ভেবেই দারুণ লাগছে।”
বর্ণময় কেরিয়ারে আড়াই হাজারের বেশ নিলাম পরিচালনা করেছেন তিনি। ২০১৬ সাল থেকে আর্ট এবং লাক্সারি বিজনেস ফার্ম ‘ক্রিস্টি’র মালিক তিনি।
The IPL mini-auction is set to be held on December 23rd 🏏#crickettwitter pic.twitter.com/XtTWwosLn4
— Sportskeeda (@Sportskeeda) November 30, 2022
Hugh Edmeades will be the #iplauction2023 gavel master! He took over from Richard Madley in 2018 and has been hosting the IPL auction ever since.https://t.co/1TEd29IYYo pic.twitter.com/XLe4plSk5d
— Sportstar (@sportstarweb) November 30, 2022
এদিকে, আইপিএলের মিনি নিলামের (IPL 2023 Auction Date) তারিখ বদলাতে অনুরোধ করেছে বেশ কিছু ফ্রাঞ্চাইজি। সূত্রের খবর অনুযায়ী পূর্ব নির্ধারিত ২৩ শে ডিসেম্বরের বদলে অন্য কোনো তারিখ নির্ধারণের অনুরোধ করা হয়েছিলো বিসিসিআই’কে বড়োদিনের কথা মাথায় রেখে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই অনুরোধ রাখবেনা বলেই মনে করা হচ্ছে। তাই পূর্ব নির্ধারণ অনুযায়ী আগামী ২৩ শে ডিসেম্বর কোচিতেই অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম।
এ বিষয়ে বিসিসিআই’এর সূত্রের বক্তব্য –
“আমরা বুঝতে পারছি ফ্রাঞ্চাইজি গুলো’র বেশ কিছু অফিসিয়াল’রা ওইসময় ক্রিস্টমাসের ছুটি’তে ব্যস্ত থাকবে, কিন্তু ইতিমধ্যে নিলাম আয়োজনের জন্যে অনেকটা টাকা খরচ হয়ে গেছে, তাই দিন বদলানো আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ তারিখ বদলালে আবার নতুন করে সব পরিকল্পনা করতে হবে।”
বেশ কিছু ফ্রাঞ্চাইজি’র স্টাফেদের স্বাভাবিক ভাবেই বড়োদিনের ছুঁটি কাটানোর জন্যে আলাদা ভাবে পরিকল্পনা করাই থাকে। তাই তাদের পাওয়াটা মুস্কিল হতে পারে নিলামের দিন, সেই চিন্তা থেকে ফ্রাঞ্চাইজি গুলো এই ডেট বদলানোর পরামর্শ দিয়েছিলেন।
আইপিএলে (IPL 2023 Auction Date) অংশগ্রহণকারী দশ দলের মধ্যে সাত দলের হেড কোচ বিদেশি। যদি নিলামে দলের হেড কোচরা না থাকে, তাহলে পরিকল্পনা করতে সমস্যা হবে ফ্রাঞ্চাইজি গুলোর।
শুধুমাত্র হেড কোচ’ই নয়, দলের অন্যান্য কোচের পদে, ভিডিও অ্যানালিস্ট হিসেবেও আইপিএলে বিদেশি’দের প্রাচুর্য চোখে পড়ার মতো। তাই তাদের ক্রিসমাসে আগেভাগে তাদের উপস্থিত করানো অত্যন্ত কঠিন একটা বিষয় হতে চলেছে।
এবারের আইপিএলের মিনি নিলামের অনুষ্ঠান একদিনের। ইতিমধ্যে পছন্দের তালিকায় থাকা ক্রিকেটারদের ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ কারী প্রতিটি ফ্রাঞ্চাইজি। সব ফ্রাঞ্চাইজি মিলিয়ে মোট ১৬৩ জন ক্রিকেটারকে ধরে রাখা হয়েছে, ছাড়া হয়েছে ৮৫ জন ক্রিকেটারকে।
ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশন করানোর জন্যে তারিখ বেধেঁ দিয়েছে বিসিসিআই। আগামী ১৫ ই ডিসেম্বরের মধ্যে আইপিএলের নিলামে অংশগ্রহণে ইচ্ছুক সকল ক্রিকেটারদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : আরেকটা বিজয় শংকর তৈরী করছে ভারত, খারাপ খেলে ট্রোলের শিকার দীপক হুডা