IND vs AUS 2023 : ১৪ ই মার্চ অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শিবিরে যোগদান করছে হার্দিকরা 

0
17
IND vs AUS 2023 Team India start practice for the ODI series against Australia on March 14
IND vs AUS 2023 Team India start practice for the ODI series against Australia on March 14

IND vs AUS 2023 – জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস শিবির সেরে আগামী ১৪ ই মার্চ মুম্বাইতে যোগদান করবেন ভারতের সাদা বলের স্পেশালিস্ট ক্রিকেটারেরা। তার একদিন পর ভারতের টেস্ট স্পেশালিস্টরা যোগ দেবেন শিবিরে, যারা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলছে। সিরিজের প্রথম ওয়ানডে ম‍্যাচে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, পারিবারিক কাজ থাকার জেরে প্রথম ওয়ানডে ম‍্যাচে খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।

একটি সিনিয়র বিসিসিআই অফিসিয়াল সূত্রের মারফত জানা গিয়েছে – “যে সকল ভারতীয় ক্রিকেটারেরা বর্তমানে বেঙ্গালুরুতে ফিটনেস ক‍্যাম্পে আছেন তারা আগামী ১৪ ই মার্চ মুম্বাই যাবেন। আর যারা এখন আহমেদাবাদে টেস্ট খেলছেন তারা শিবিরে যোগ দেবেন ১৫ ই মার্চ, রাহুল দ্রাবিড় দলের সাথেই থাকবেন, তাকে কোনও বিশ্রাম দেওয়া হচ্ছে না।”

আগামী ১৯ শে মার্চ বিশাখাপত্তনমে রোহিত শর্মাকে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম‍্যাচে ফের নেতৃত্ব দিতে দেখা যাবে ভারতকে। ওয়ানডে সিরিজের পর নিজেদের আইপিএল ফ্রাঞ্চাইজিতে যোগদান করবেন সকল ক্রিকেটারেরা, তাদের ফিটনেসের উপর নজরদারি করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। (IND vs AUS 2023)

এবারের আইপিএল চলাকালীন ফ্রাঞ্চাইজি গুলোর মেডিক্যাল টিমে র সাথে ক্রিকেটারদের শারীরিক পরিস্থিতির উপর নজরদারি রাখবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি, বিশেষ করে সেই সকল ক্রিকেটারদে উপর যারা দেশের হয়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনাল খেলবেন। (IND vs AUS 2023)

টানা দ্বিতীয় বারের মতো বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে এই চলতি টেস্ট ম্যাচে হারাতেই হবে অস্ট্রেলিয়াকে। অবশ্য আরেকদিকে জারি থাকা শ্রীলঙ্কা – নিউজিল্যান্ড সিরিজের দুই টেস্ট ম্যাচের যেকোনো একটি ম‍্যাচে শ্রীলঙ্কা হারলেই ভারত পৌঁছে যাবে বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনাল।

আরও পড়ুনঃ IPL 2023 : বড় চমক রোহিত’দের ! ২০২৩’এর আইপিএলের জন্য নিজেদের নয়া জার্সি উন্মোচন করলো মুম্বাই ইন্ডিয়ান্স

ওই বিসিসিআই সূত্র আরও বলেছেন –

“আইপিএল চলাকালীন বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপ ফাইনাল এবং ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য দলে থাকা সকল ভারতীয় ক্রিকেটারদের উপর নজ‍র রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড। জসপ্রীত বুমরাহ না খেলায় পেস বিভাগের উপর বিশেষ যত্নশীল হবে বোর্ড।”

বিশেষ করে নজর রাখা হবে রবীন্দ্র জাদেজার মতো চোট পাওয়া ক্রিকেটারের উপর যারা খুব চোটপ্রবণ। ভারত বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়ানশিপের ফাইনালে উঠলে জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটারদের ফিট থাকাটা ভীষণ জরুরি।

“অলরাউন্ডার হিসেবে দলে রবীন্দ্র জাদেজার প্রভাব ভীষণ গুরুত্বপূর্ণ। সে আমাদের পরিকল্পনার একজন মূল‍্যবান সদস্য, ম‍্যানেজমেন্ট তার ওয়ার্কলোডের উপর নজর রাখছে। একই কারণে নজর রাখা হবে শামি, সিরাজ এবং শার্দুলের উপর।” – মত বিসিসিআই অফিসিয়ালের।

India’s ODI squad for IND vs AUS 2023 ODI series :

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Shreyas Iyer, Suryakumar Yadav, K L Rahul, Ishan Kishan (wk), Hardik Pandya (Vice-captain), Ravindra Jadeja, Kuldeep Yadav, Washington Sundar, Yuzvendra Chahal, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Shardul Thakur, Axar Patel, Jaydev Unadkat.

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : ম্যাচে পেসারদের ব্যাবহার করা নিয়ে রোহিতের তীব্র সমালোচনা করলেন রবি শাস্ত্রী