ভারতের মহিলা সিনিয়র দলের (Indian Women Cricket Team) ব্যাটিং কোচের পদে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋষিকেশ কানিতকর’কে। মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু’র মাস দুয়েক আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আগামী ৯ ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত – অস্ট্রেলিয়ার মধ্যে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। মুম্বইতে শুরু হতে চলা সেই সিরিজে কানিতকর কাজ করবেন হরমনপ্রীত’দের সাথে। (Indian Women Cricket Team)
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর শেয়ার করেছে বিসিসিআই, দায়িত্ব পাওয়ার পর ঋষিকেশ কানিতকর বলেছেন –
“জাতীয় সিনিয়র মহিলা দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে গর্বিত আমি। এই দলটার মধ্যে প্রচুর সম্ভাবনা, অভিজ্ঞতা এবং তারুণ্যের দারুণ মেলবন্ধন আছে। আমার বিশ্বাস এই দলটা সমস্ত রকমের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। সামনে একাধিক বড়ো বড়ো সব ইভেন্ট আছে, ব্যাটিং কোচ হিসেবে সেই সকল টুর্নামেন্টে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : দ্বিতীয় ম্যাচেও তাস্কিন আহমেদ’কে খেলানোর ঝুঁকি নিতে চায়না বাংলাদেশ
প্রাক্তন ভারতের মহিলা দলের কোচ রমেশ পাওয়ার যোগ দিচ্ছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে ভিভিএস লক্ষণের সাথে কাজ করবেন তিনি। পাওয়ার বলেছেন –
“আমার জাতীয় মহিলা দলের কোচ হিসেবে কাজ করার বিরাট অভিজ্ঞতা আছে। এই কাজ করার সুবাদে প্রচুর পরিমাণে ভবিষ্যত তারকার সাথে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে এই সমস্ত অভিজ্ঞতা কাজে লাগাবো ভবিষ্যতের তারকা গড়তে। ভিভিএস লক্ষণের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।”
রমেশ কে ভারতের মহিলা দলের (Indian Women Cricket Team) দায়িত্ব থেকে সরালেও এখনও অবধি তার পরিবর্ত কোনও কোচের নাম ঘোষণা করেনি বিসিসিআই। তাই মেয়েদের দলের দায়িত্ব কে আসে সেটা দেখার বিষয় এখন। আগামী বছর সাউথ আফ্রিকায় টি টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ‘আমরা কাপ জেতার স্বপ্ন দেখছি’ : বিশ্বকাপ জেতার স্বপ্নে বুঁদ নেইমার