Hockey World Cup 2023 – ফ্লাইট মিস করার জেরে কোনও মতে পৌঁছে শুক্রবার ছোটো ছেলে জেরেমির ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে এবারের হকি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা চাক্ষুষ করেছিলেন হেওয়ার্ড দম্পতি।
ছেলেকে হকি বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক করতে দেখে ভীষণ খুশি হয়েছিলেন বাবা ব্রাড, পরবর্তী সময়ে সাংবাদিকরা তার ব্যক্তিগত অনুভূতি জানতে চাইলে ব্রাড বলেন, (Hockey World Cup 2023)
“আমরা এখানে আসতে পেরে তৃপ্ত। পার্থ থেকে এখানে আসতে অনেকটা সময় লেগেছে। কিন্তু ছেলে যা করেছে, সেই পরিশ্রম সার্থক হয়েছে বলেই বলতে পারি।”
ফ্রান্স কে ৮-০ গোলে হারিয়ে এবারের হকি বিশ্বকাপে দারুণ ভাবে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া। হ্যাটট্রিক করেছেন জেরেমি। (Hockey World Cup 2023)
হেইওয়ার্ড পরিবারের কাছে এই বিশ্বকাপ এক অন্যমাত্রা এনে দিয়েছে। কারণ এই প্রথম বার তাদের দুই ছেলেই বিশ্বকাপে খেলছেন।
তবে গল্পে একটা ট্যুইস্ট আছে। এদের মধ্যে জেরেমি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন, এবং তার ভাই খেলেন নিউজিল্যান্ডের হয়ে।

#Australia player Jeremy Hayward, who scored a hattrick vs #France, has a quick chat with his parents, who flew this morning to #Bhubaneswar.
— Tazeen Qureshy (@TazeenQureshy) January 13, 2023
His brother Leon represents #NewZealand and will playing tomorrow against Chile. #HWC2023 #hockey #HockeyWorldCup2023 #Odisha pic.twitter.com/Vj45AMtR3v
হকিতে ভাই ভাই জুঁটি প্রচুর আছে। ধ্যান চাঁদ রুপ চাঁদ থেকে শুরু করে প্রবোধ এবং ইগনাসে টিরকে, বিদেশেও এমন নজির আছে প্রচুর।
তবে হেইওয়ার্ড ভাইদের বিশেষত্ব হলো দুই ভাই দুই দেশের হয়ে বিশ্বকাপে খেলেন। জেরেমি অস্ট্রেলিয়ার হয়ে, লিওন নিউজিল্যান্ডের হয়ে। (Hockey World Cup 2023)
অবশ্য লিওনের কেরিয়ার শুরু অস্ট্রেলিয়ার হয়েই। ‘দ্য কোকাবুরাস’ দের হয়ে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, ২০১৫ সালে সুলতান আজলান শাহ ট্রফিতে খেলেছিলেন। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার থেকে ডাক না পেলে ২০১৯ সালে নিউজিল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে দুই ভাই একে অপরের মুখোমুখি হয়েছে বেশ কয়েকবার।
অস্ট্রেলিয়া তো বিরাট ব্যবধানে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে, নিউজিল্যান্ড শনিবার অভিষেক কারী দেশ চিলির বিরুদ্ধে খেলতে নামতে চলেছে। (Hockey World Cup 2023)
আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যকে ওডিআইতে কার জায়গায় সুযোগ দেওয়া হবে ? প্রশ্ন তুললেন প্রাক্তন তারকা