Babar Azam – বর্তমানে বিবাহের মরশুম চলছে পাকিস্তান ক্রিকেট মহলে। ২০২২ সালের ডিসেম্বর মাসে বিয়ে সেরেছিলেন পাক তারকা হারিস রাউফ। এরপর শান মাসুদ, শাহীন আফ্রিদির মতো তারকা সব ক্রিকেটারেরা একে একে বিয়ে করেছেন।
শাহীনের পর শাদাব খান, দলের হেড কোচ শাকলিন মুস্তাকের কন্যার সাথে বিয়ে সারলেন। শাদাবের ওয়েডিং রিলেপশনে তারকাদের সমাবেশ ঘটেছিলো। প্রচুর ক্রিকেটারের পাশাপাশি কোচেরা উপস্থিত ছিলেন।
এরমধ্যে বেশ কিছু সতীর্থদের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। এবার তাকে বিয়ে করার পরামর্শ দিচ্ছেন তার সতীর্থরা।
পাকিস্তান সুপার লিগ শুরুর আগে একটা সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন অভিজ্ঞ পাকিস্তানের পেসার হাসান আলী। সেখানে সকলের উপস্থিতিতে সতীর্থকে (Babar Azam) বিয়ে করার পরামর্শ দিয়েছেন তিনি।
অবশ্য পাকিস্তান ক্রিকেট দলের অফসিজন শেষ হয়েছে ইতিমধ্যে এবং এবারের মতো বাবর আজমের বিয়ে করার কোনও সম্ভাবনা নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দীর্ঘ একটা বিরতি পেয়েছিলো পাক ক্রিকেটারেরা।
এবার আগামী ১৩ ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ।
পাকিস্তান সুপার লিগের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে ঝোড়ো ইনিংস খেলার পথে আক্সারের কথা কানে না তোলার কারণ বললেন শামি