Harry kane – বিশ্বকাপের হতাশজনক পারফরম্যান্সের পর ক্লাব ফুটবলে দুর্দান্ত ভাবে প্রত্যাবর্তন করলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
জানলেট এবং টোনির গোলে আগেই এগিয়ে গেছিলো ব্রেন্টফোর্ড। পরবর্তী সময়ে দুর্দান্ত ফুটবল খেলে টটেনহ্যাম হটস্পার। সমতায় ফেরে কেনের মুন্সিয়ানা।
গতদিনের মতো এদিন’ও দুর্দান্ত ফুটবল খেলছে টটেনহ্যাম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করা হ্যারি কেন (Harry kane), এদিন দাপুটে ফুটবল উপহার দিয়েছেন। পরবর্তী সময়ে কেন এবং তার সতীর্থ হোজবার্গের গোলে ম্যাচে এক পয়েন্ট নিশ্চিত করে টটেনহ্যাম।
এই হ্যারি কেন কেই এখন তিন শর্তের বিচারে প্যারিস সাঁজাতে চাইছেন বিশ্বকাপের তারকা কিলিয়ান এমবাপে। ফরাসি এই আগামী ২০২৪-২৫ অবধি চুক্তি রয়েছে এমবাপের। শোনা যাচ্ছে নিজের বর্তমান ক্লাবে একেবারেই খুশিতে নেই এই ফুটবলার। শোনা যাচ্ছে তিনি মনে করেন বিশ্বাস ঘাতকতা হয়েছে তার সাথে। চুক্তি নবীকরণের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে। তার কিছুই নাকি ক্লাবের তরফে পালন করা হয়নি। তাই তিনি আগামী বছর পিএসজি ছাড়বেন বলে মনোস্থির করেছেন।
Harry Kane has scored 10 goals on Boxing Day, the most in Premier League history 🥊 pic.twitter.com/ZaorbAftj4
— ESPN UK (@ESPNUK) December 26, 2022
Harry Kane on December 26:
— B/R Football (@brfootball) December 26, 2022
2014: ⚽ vs. Leicester
2015: ⚽⚽ vs. Norwich
2017: ⚽⚽⚽ vs. Southampton
2018: ⚽ vs. Bournemouth
2019: ⚽ vs. Brighton
2021: ⚽ vs. Crystal Palace
2022: ⚽ vs. Brentford
He loves Boxing Day 🥊 pic.twitter.com/khGMcyKk3K
২৪ বছর বয়সী ফুটবলার এরপর আর পিএসজির উপর আস্থা রাখবেন না বলেই জানিয়েছেন। তবে তার বিশেষ কিছু শর্ত মানলে মনোভাব বদলাতেই পারেন। এরজন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছেন তিনি।
রিপোর্ট অনুযায়ী, এমবাপের প্রথম শর্ত নেইমারকে ছাড়তেই হবে। এই দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ভালো নয় একেবারেই, সেটা জানা গিয়েছে, এমনকি মাঠেও প্রকাশ পেয়েছে। এমবাপের এর পরের দাবি ক্লাবের বর্তমান কোচ কে সরিয়ে কোচ করে আনা হোক জিনেদিন জিদান কে। তার তৃতীয় শর্ত টটেনহ্যাম থেকে নিয়ে আসা হোক ইংল্যান্ডের হ্যারি কেন কে। ভবিষ্যতে কি হয় এখন সেটাই দেখার। কিন্তু ফুটবলের কেন লিগ জমিয়ে দিয়েছেন।
আরও পড়ুনঃ Real Madrid : ভবিষ্যতের তারকার ভবিষ্যৎ নিয়ে সমস্যায় জড়ালো রিয়াল মাদ্রিদ