
সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সঙ্গে দাদা ক্রুণাল’ও ছিলেন। শাহের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন হার্দিক। সেইসঙ্গে আমন্ত্রণ জানানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ’কে ধন্যবাদ জানান তিনি।
কার্যত, শনিবার সোশ্যাল মিডিয়ায় শাহের সঙ্গে দুটি ছবি পোস্ট করেন হার্দিক। একটি ছবিতে শাহের সঙ্গে হার্দিক’কে হাত মেলাতে দেখা গিয়েছে। অপর ছবিতে দেখা গিয়েছে যে হার্দিক ও ক্রুণাল পাশাপাশি বসে আছেন। উল্টো প্রান্তে আছেন শাহ। ছবির ক্যাপশনে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক (Hardik Pandya) লেখেন,
“আপনার সঙ্গে অমূল্য সময় কাটাতে আমন্ত্রণ করার জন্য মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে ধন্যবাদ। আপনার সঙ্গে দেখা করতে পেরে আমরা গর্বিত।”
এমনিতে ক্রিকেটের বাইরে বেরিয়ে আপাতত হার্দিক’রা (Hardik Pandya) ফাঁকা সময় কাটাচ্ছেন। আগামী ৩ রা জানুয়ারি থেকে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হার্দিক। তাকে ভারতের স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করা হতে পারে বলেও একাধিক মহলের ধারণা।
ওই মহলের ধারণা, প্রথমবার দায়িত্ব নিয়েই গুজরাট টাইটান্স’কে চ্যাম্পিয়ন করে নিজের জাত চিনিয়েছেন ক্যাপ্টেন হার্দিক। তাই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকেই ভারতের অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে ধারণা অনেকের।
তারইমধ্যে শ্রীলঙ্কা’র বিরুদ্ধে একদিনের সিরিজে কেএল রাহুল’কে দলে রাখা হলেও হার্দিক’কে (Hardik Pandya) সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দীর্ঘদিন রান না পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে যখন রাহুল মাঠে নেমেছেন, তখন একেবারেই দাগ কাটতে পারেননি।
তার অধিনায়কত্ব নিয়ে অসংখ্য প্রশ্ন আছে। আইপিএলে কিছুটা উতরে গেলেও ভারতীয় দলের হয়ে যখনই অধিনায়কত্ব করেছেন, তখন তাকে দেখলেই মনে হয়েছে যে ঝিমিয়ে আছেন তিনি।
সেই পরিস্থিতি’তে একাধিক মহলের ধারণা, একদিনের ক্রিকেটে হার্দিক’কে (Hardik Pandya) রোহিতের ডেপুটি করে ভারতীয় বোর্ড স্পষ্ট বার্তা দিল যে সাদা বলে হার্দিক’কেই স্থায়ী অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপের পর রোহিত যদি অবসর নিয়ে নেন, তাহলে হার্দিকের হাতেই একদিনের অধিনায়কত্বের ব্যাটন উঠবে।