Hardik Pandya : সকলকে চমকে দিয়ে ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন বিয়ের পিড়িতে বসতে চলেছে এই তারকা ভারতীয় ক্রিকেটার

0
20
Hardik Pandya is going to get married on Valentine's Day by surprising everyone
Hardik Pandya is going to get married on Valentine's Day by surprising everyone

Hardik Pandya -ভ্যালেন্টাইনস ডে 2023 এগিয়ে আসছে, ভালবাসার মরশুম চারিদিকে। আর এই ভালোবাসার মরশুমে বিয়ে করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, চিরাচরিত পদ্ধতিতে বিবাহিত হতে চলেছেন অভিনেত্রী নাতাশা স্টানকোভিচের সাথে। ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডের দিনই উদয়পুরে এই বিয়ে হতে চলেছে। যেহেতু স্টানকোভিচ খ্রিস্টান ধর্মালম্বী, তাই খ্রিস্টান মতেই বিয়ে হতে চলেছে। যদিও ভারতীয় মতে বিয়ের আগে হলদি মেহেন্দি সংগীত অনুষ্ঠান হবে। 

সূত্র অনুযায়ী, নাতাশা স্টানকোভিচ একটা সুন্দর সাদা গাবানা গাউন পড়তে চলেছেন। নাতাশা আর হার্দিক (Hardik Pandya) 2020 সালে আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

হার্দিক পান্ডিয়ার উচিত দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে খেলা, এমনটাই মনে করেন প্রাক্তন সাউথ আফ্রিকার ক্রিকেটার জে পি ডুমিনি। সম্প্রতি হার্দিক (Hardik Pandya) বলেছিলেন আপাতত তার সমস্ত ফোকাস সাদা বলের ক্রিকেটের উপর, যখন সঠিক মনে হবে তখন টেস্টে প্রত‌্যাবর্তন করবেন।

২০১৮ সালে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক। এরপর ফিটনেস জনিত সমস্যার জেরে আর তার এখনও অবধি টেস্ট খেলা হয়নি। একটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার সূত্রে একসাথে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন ডুমিনি, হার্দিক কি করে দেখাতে পারে সেই সম্পর্কে তার ধারণা স্প্ষ্ট খুবই। (Hardik Pandya)

আরও পড়ুনঃ Women’s Premier Leauge : ইতিহাস সৃষ্টি হলো, মেয়েদের আইপিএলের নিলাম করবেন মহিলা অকশনার 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়ার প্রশংসা উঠলে ডুমিনি বলেছেন – (Hardik Pandya) 

“আমার মনে হয় হার্দিকের সব ধরনের ফর্ম‍্যাটে খেলা উচিত‌। যদি একজন সব ধরনের ফর্ম‍্যাটে সহজেই খেলতে পারে তাহলে সমস্যা কোথায়। আমি হার্দিক পান্ডিয়ার সাথে খেলেছি, জানি ও কিরকম ক্রিকেটার, দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে দারুণ ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রাখে হার্দিক। আমি জানিনা কেনো ওর সমস্ত ফোকাস সীমিত ওভারের ক্রিকেটের উপর। তবে আমি চাই ও সব ধরনের ফর্ম‍্যাটেই খেলুক।”

এই মুহূর্তে ডুমিনি সাউথ আফ্রিকার টি ২০ লিগে পার্ল রয়‍্যালসের কোচের ভূমিকা পালন করছেন।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : স্মিথের কীর্তি দেখে ভীষণ চটলেন অসি কিংবদন্তি অ্যালান বর্ডার