হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) লিডারশিপ স্কিলের ভূয়সী প্রশংসা করলেন সাউথ আফ্রিকার তারকা ব্যাটার ডেভিড মিলার। তারকা এই ভারতীয় অলরাউন্ডারের নেতৃত্বে এববছর প্রথম আইপিএল খেলতে নেমেই ট্রফি জিতে সাড়া ফেল দিয়েছিলো গুজরাট টাইটান্স। এবার আইপিএল চ্যাম্পিয়ান গুজরাটের হয়ে দারুণ খেলেছিলেন ডেভিড মিলার। হার্দিক’কে ন্যাচরাল অধিনায়ক সম্বোধন করে তিনি বলেন –
“হার্দিকের অধিনায়কত্বে খেলে আমার মনে হয়েছে হার্দিক একজন ন্যাচরাল লিডার। মানুষ ওকে অনুসরণকণ করে। ও সব সময় সতীর্থদের নিজের খেলাটা খেলতে অনুপ্রাণিত করে। এছাড়া গুজরাট টাইটান্স’কে প্রথম বারের মতো আইপিএল চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
1-0 up in the Sterling Reserve ODI Series! An unbroken 221 run stand between Tom Latham (145*) & Kane Williamson (94*) sees the team to victory at @edenparknz.
— BLACKCAPS (@BLACKCAPS) November 25, 2022
Catch up on the scores | https://t.co/lLMC9ZDQjh#NZvIND pic.twitter.com/OUsTue7akt
এবারের আইপিএল চলাকালীন অধিনায়ক হিসেবে নিজেকে অনেক ধাড়ালো করেছে পান্ডিয়া (Hardik Pandya)। এমনটাই মনে করেন মিলার। জানিয়েছেন আইপিএলে চলাকালীন সবাই দলবদ্ধ থাকার উপর জোর দিতেন পান্ডিয়া। পান্ডিয়ার ডিসিপ্লিন অভিভূত করেছে তাকে। তিনি বলেছেন, এবারের আইপিএল এগানোর সাথে সাথে নিজেকে আরও মসৃণ করে তুলেছে হার্দিক। এখন সেটার প্রভাব ভারতীয় দলের উপর স্পষ্ট।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : হারের দায় বোলারদের উপর চাপালেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান
সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ভারত সিরিজ জেতে ১-০ ব্যবধানে। সিরিজে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্সের বিষয় বিশ্লেষণ করার সময় হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টন্সির প্রশংসা করেছেন কানেরিয়া। রোহিত শর্মার নেতৃত্বে এমন এনার্জেটিকে লিডারশিপ টাই এতোদিন মিস করছিলো ভারত, এমনটাই মনে করেন তিনি। দানীশ কানেরিয়া বলেছেন –
“রোহিত খারাপ অধিনায়ক নন। কিন্তু বিরাট কোহলির অধিনায়ক থাকা কালীণ যে আগ্রাসী মেজাজে খেলতো ভারত সেটার অভাব টের পাচ্ছিলাম। দলে তোমার সূর্য কুমার যাদবের মতো ক্রিকেটার আছে, মাঠে এনার্জি দেখানোর প্রয়োজন আছে তখন। মঙ্গলবার সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে হার্দিক পান্ডিয়া’র ১৮ বলে ৩০* রানের অপরাজিত ইনিংসটার প্রয়োজন ছিলো খুব।”
তিনি আরো বলেন –
“পান্ডিয়ার অধিনায়কত্ব দারুণ লেগেছে আমার। যেভাবে অধিনায়ক হিসেবে নিজেকে জাহির করছে তাতে ভারতের ভবিষ্যতের টি ২০ অধিনায়ক ওই।”
এবছর টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রী ভারতের টি ২০ দলের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া’কে (Hardik Pandya) নিয়োগ করার জন্যে সুর চড়িয়েছিলেন।