Hardik Pandya : হার্দিকের চোখ এবার টেস্ট দলে প্রত‍্যাবর্তনে

0
18
Hardik Pandya : 'I'll play Test cricket when...': Hardik Pandya provides big update on his red-ball future ahead of IND-AUS series
Hardik Pandya : 'I'll play Test cricket when...': Hardik Pandya provides big update on his red-ball future ahead of IND-AUS series

Hardik Pandya – গতবছর আইপিএলে প্রত‍্যাবর্তন করার পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে স্বপ্নের ছন্দে আছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ২০২১ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর হার্দিক সাময়িক ভাবে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এসময় নিজের ফিটনেসের উপর ভীষণ জোর দিয়েছিলেন, এরপর একটা অসামান্য প্রত‍্যাবর্তন করেছিলেন।

আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম বছরে গুজরাট টাইটান্সকে ট্রফি জয়ের স্বাদ এনে দিয়েছিলেন। এরপর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে অসামান্য পারফরম্যান্স দিয়েছিলেন। এমন দারুণ পারফরম্যান্সের পুরস্কার স্ব‍রুপ হার্দিক ভারতের টি টোয়েন্টি ক‍্যাপ্টেন্সি পান। এরপর একের পর এক টি টোয়েন্টি জাতীয় দলকে সাফল্য এনে দিচ্ছেন অধিনায়ক হিসেবে। (Hardik Pandya)

সীমিত ওভারের ক্রিকেটে হার্দিকের দুর্দান্ত প্রত‍্যাবর্তনের পর এখন ফ‍্যানেরা তাকে টেস্টে প্রত‍্যাবর্তন করতে দেখতে চান এবং তাকে দেখতে চান আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম‍্যাচের টেস্ট সিরিজে। সদ‍্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের ‘ম‍্যান অফ দ‍্য ম‍্যাচ’ নির্বাচিত হয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও অবধি দেশের হয়ে ১১ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন, ২০১৮ সালে সেপ্টেম্বর মাসের থেকে। (Hardik Pandya)

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : সময় বলবে শুভমান গিল আগামী দিনের কোহলি হয়ে উঠবেন কিনা, মত প্রাক্তন তারকার

ভারত – নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শেষে হার্দিক পান্ডিয়ার কাছে প্রশ্ন করা হয়েছিল বহু চর্চিত তার টেস্ট দলে প্রত‍্যাবর্তনের বিষয়ে। জবাবে হার্দিক বলেন,

“যখন মনে হবে এটাই আমার টেস্ট ক্রিকেট খেলার সঠিক সময়,ত খনই ফিরবো টেস্ট খেলতে। এই মুহূর্তে আমার যাবতীয় ফোকাস সাদা বলের ক্রিকেট খেলার উপর, সেটা খুবই গুরুত্বপূর্ণ।যদি সময় পাই, আমার শরীর দেয়, তাহলে অবশ্যই টেস্ট ক্রিকেট খেলবো।”

২০১৭ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন হার্দিক পান্ডিয়া। (Hardik Pandya) এখনও অবধি করেছেন ৫৩২ রান, নিয়েছেন ১৭ টা উইকেট। টেস্ট কেরিয়ারের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করেছিলেন।

টেস্টে একটি সেঞ্চুরি করার পাশাপাশি তার নামের পাশে আছে চারটি হাফ সেঞ্চুরি আছে। ২০১৮ সালে নটিংহ‍্যামে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৫ উইকেটে নিয়েছিলেন, যা ভারতকে ম‍্যাচে ২০৩ রানে জয় পেতে সাহায্য করেছিলো।

আরও পড়ুনঃ Lionel Messi : ফুটবল নয় এবার ম‍্যাজিক দেখিয়ে সকলের মন জয় করে নিলেন লিওনেল মেসি