Hardik Pandya – ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে এখনও অবধি দুর্দান্ত কাজ করে দেখিয়েছেন হার্দিক পান্ডিয়া, এমনটাই মনে করেন ভারতের সিনিয়র উইকেট কিপার – ব্যাটার দীনেশ কার্তিক।
সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক এবং প্লেয়ার হিসেবে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন দীনেশের। হাতে যাবতীয় যা শক্তি ছিলো, তার অসামান্য ব্যবহার করেছেন হার্দিক টি টোয়েন্টি সিরিজ চলাকালীন। (Hardik Pandya)
কার্তিকের মতে ভালো বোলিং পারফরম্যান্স দিচ্ছেন হার্দিক, বিশেষ করে নতুন বলে। এর ফলে পাওয়ার প্লে চলাকালীন দারুণ ফায়দা লাভ করছে টিম ইন্ডিয়া। (Hardik Pandya)
Cricbuzz কে দীনেশ কার্তিক হার্দিক পান্ডিয়ার বিষয়ে বক্তব্য রাখা কালীণ বলেছেন, (Hardik Pandya)
“হার্দিক পান্ডিয়া অসামান্য খেলছে এই সময়। সব কঠিন জিনিস খেলার সময় প্রয়োগ করতে মুখিয়ে থাকে। টি টোয়েন্টিতে নতুন বলে বল করাটা আর্ট একধরনের। খুব কঠিন স্কিলের প্রয়োজন হয়, কারণ বোলিং করতে হয় পাওয়ার প্লে’তে, এবং ও বেশ ভালো বোলিং করে এসেছে এতো সময়। ওর কাছে আরও বোলিং বৈচিত্র্য আছে, তার দারুণ ব্যবহার করে। দিন দিন হার্দিক পান্ডিয়া অধিনায়ক হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠছে।”
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিনকে সামাল দিতে ‘নকল অশ্বিন’ নিয়োগ করলো অস্ট্রেলিয়া
Hardik Pandya won the “player of the series” award 🔥#CricketTwitter #indvsnz pic.twitter.com/yU9XNFMbvZ
— Sportskeeda (@Sportskeeda) February 1, 2023
কঠিন ” মাস্ট উইন ” গেমে হার্দিক পান্ডিয়া ভারতের বিশ্বাসযোগ্য বোলার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি টোয়েন্টি ম্যাচে চার উইকেট নিয়েছিলেন হার্দিক, অলরাউন্ড পারফরম্যান্স দিয়েছেন এই সিরিজে।
২৯ বছর বয়সী এই ভারতীয় অলরাউন্ডার ভারতের টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে অসামান্য পারফরম্যান্স দিয়েছেন। তার নেতৃত্বে ‘মেন ইন ব্লু’ আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলো ভারত।