Hardik Pandya : দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে খেলা উচিত হার্দিক পান্ডিয়ার, মত প্রাক্তন সাউথ আফ্রিকার তারকার

0
22
Hardik Pandya :
Hardik Pandya : "He has the ability to become a great player for India across all formats"- JP Duminy on Hardik Pandya

Hardik Pandya – হার্দিক পান্ডিয়ার উচিত দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে খেলা, এমনটাই মনে করেন প্রাক্তন সাউথ আফ্রিকার ক্রিকেটার জে পি ডুমিনি। সম্প্রতি হার্দিক বলেছিলেন আপাতত তার সমস্ত ফোকাস সাদা বলের ক্রিকেটের উপর, যখন সঠিক মনে হবে তখন টেস্টে প্রত‌্যাবর্তন করবেন।

২০১৮ সালে ভারতের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক। এরপর ফিটনেস জনিত সমস্যার জেরে আর তার এখনও অবধি টেস্ট খেলা হয়নি। একটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার সূত্রে একসাথে ড্রেসিংরুম শেয়ার করেছিলেন ডুমিনি, হার্দিক কি করে দেখাতে পারে সেই সম্পর্কে তার ধারণা স্প্ষ্ট খুবই। (Hardik Pandya)

সম্প্রতি একটি সাক্ষাৎকারে হার্দিক পান্ডিয়ার প্রশংসা উঠলে ডুমিনি বলেছেন, (Hardik Pandya) 

“আমার মনে হয় হার্দিকের সব ধরনের ফর্ম‍্যাটে খেলা উচিত‌। যদি একজন সব ধরনের ফর্ম‍্যাটে সহজেই খেলতে পারে তাহলে সমস্যা কোথায়। আমি হার্দিক পান্ডিয়ার সাথে খেলেছি, জানি ও কিরকম ক্রিকেটার, দেশের হয়ে সব ধরনের ফর্ম‍্যাটে দারুণ ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রাখে হার্দিক। আমি জানিনা কেনো ওর সমস্ত ফোকাস সীমিত ওভারের ক্রিকেটের উপর। তবে আমি চাই ও সব ধরনের ফর্ম‍্যাটেই খেলুক।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে সাইবাবার মন্দির দর্শনে এসে খুদে ভক্তের ইচ্ছা পূরণ করলেন রাহুল, দেখুন ভিডিও

এই মুহূর্তে ডুমিনি সাউথ আফ্রিকার টি ২০ লিগে পার্ল রয়‍্যালসের কোচের ভূমিকা পালন করছেন।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : বিকল্প না থাকায় নাগপুরে সূর্য টেস্ট অভিষেক করবেন বলে দাবী প্রাক্তন ভারত তারকার