IND vs SL 2023 : ম্যাচ শেষ হওয়ার আগেই সতীর্থদের সাথে হাত মিলিয়ে বিতর্কে জড়ালেন ক্যাপ্টেন হার্দিক

0
40
Hardik Pandya got involved in the controversy for handshake Before the end of the IND vs SL 2023 2nd T20 match
Hardik Pandya got involved in the controversy for handshake Before the end of the IND vs SL 2023 2nd T20 match

বৃহস্পতিবার অর্থাৎ গতকাল একটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থেকেছে সকলে। (IND vs SL 2023) এদিন দ্বিতীয় ম্যাচে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে টি-টোয়েন্টি সিরিজ সমতায় ফিরিয়েছে শ্রীলঙ্কা। একটা সময় ম্যাচ পুরোপুরি শ্রীলঙ্কার হাতে থাকলেও, শেষের দিকে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তবে শেষ হাসি হাসে শ্রীলঙ্কাই।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারতে হয়েছিল লঙ্কানদের। পুনেতে হার্দিক পান্ডিয়াদের রুখে দিয়ে সিরিজে সমতা ফেরাল তারা। (IND vs SL 2023)

এই পরিস্থিতিতে সিরিজের তৃতীয় ম্যাচ দুই দলের কাছে ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। যে দল জিতবে তারাই সিরিজ জিতে নেবে।

এদিন পুনেতে ঘটে একটি রেকর্ড। তবে তা মোটেই সুখকর নয় ভারতের জন্য।

আর্শদীপ সিং টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি নো বল করার নজির গড়েন এদিন। মাত্র দু ওভার বল করে তিনি পাঁচটি নো বল করেন। যার ফলে ম্যাচে সাতটি ফ্রি হিট পায় শ্রীলঙ্কা। অন্যদিকে আবার খেলা শেষ হওয়ার আগেই সহ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য সমালোচিত হন হার্দিক পান্ডিয়া। (IND vs SL 2023)

আরও পড়ুন Asia Cup 2023 : “আমাদের পিএসএল’এর সূচিটাও আপনিই ঠিক করে দিন !”, জয় শাহের চরম সমালোচনা করলেন নাজাম শেঠি

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ছয় উইকেট হারিয়ে করে ২০৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। হার্দিক পান্ডিয়া আউট হয়ে যান ব্যক্তিগত ১২ রানে। দীপক হুডাও বিশেষ কিছু করতে পারেননি এই ম্যাচে। তিনি আউট হয়ে যখন ফেরেন, তখন ভারতের স্কোর মাত্র ৫৭।

প্রতি ওভারে ১৫ রান রেট রেখে জেতার জন্য ভারতের প্রয়োজন ছিল ৬৫ বলে ১০৫ রান। এই সময় সবাই ভাবতে থাকে বড় ব্যবধানে ম্যাচ হারতে চলেছে ভারত। কিন্তু খেলা তখনও অনেকটা বাকি ছিল। পরিস্থিতি বদলে ফেলার কাজ করতে থাকেন অক্ষর প্যাটেল ও সূর্যকুমার যাদব। (IND vs SL 2023)

তাদের লড়াইয়ে জয়ের অনেক কাছাকাছি পৌঁছে যায় ভারত। ২০ বলে ৫০ রান করেন অক্ষর প্যাটেল। তিনি যখন আউট হয়ে ফেরেন তখন ৩১ বলে ৬৫ রান সংগ্রহে ছিল। তাকে যোগ্য সঙ্গ দেন সূর্যকুমার। তিনি করেন ৩৬ বলে ৫১। কিন্তু তারপরও ম্যাচ জিততে ব্যর্থ হয় ভারত। (IND vs SL 2023)

আরও পড়ুনঃ IND vs SL 2023 : অধিনায়কোচিত পারফরম্যান্স দিয়ে দারুন খুশি শানাকা