Happy New Year 2023 : দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেটারেরা

0
16
Happy New Year 2023 : Indian cricketers wished the countrymen for the new year
Happy New Year 2023 : Indian cricketers wished the countrymen for the new year

Happy New Year 2023 – দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান – প্রাক্তন সকল ক্রিকেটারেরা। জেনে নিন ট‍্যুইট করে কে কি বলেছেন।

নতুন বছরেরে শুরুতেই ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে। মঙ্গলবার শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৩ রা জানুয়ারি থেকে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা’র বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। তারপর ১০ ই জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। (Happy New Year 2023)

বাংলাদেশ সফরে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেকারণে তাকে এই টি-২০ সিরিজে রাখা হয়নি। তার জায়গায় ভারতীয় ক্রিকেট দল’কে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তবে ওয়ানডে সিরিজে রোহিত আবারও দলে প্রত্যাবর্তন করবেন। (Happy New Year 2023)

প্রসঙ্গত, আসন্ন সিরিজে ভারতীয় ওয়ানডে টিমের সহ-অধিনায়র নির্বাচন করা হয়েছে হার্দিক পান্ডিয়া’কে। কেএল রাহুলের জায়গায় তিনি দলের ডেপুটি পদ সামলাবেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিসিসিআই হার্দিক’কেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।(Happy New Year 2023)

হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স নিজেদের আইপিএল টুর্নামেন্টের অভিষেক মরশুমে জয়লাভ করেছিল। এরপর থেকেই তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। (Happy New Year 2023)

অন্যদিকে ভারতের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার শিখর ধাওয়ান এতদিন ধরে টিম ইন্ডিয়া’র হয়ে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলতেন। কিন্তু তাকেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হল দল থেকে। কারন ভারতের উদীয়মান তারকা ক্রিকেটার শুভমান গিল ওপেনার হিসেবে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন।  সেইসঙ্গে ঈশান কিষান’ও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে একাধিক নজির স্পর্শ করেছেন। (Happy New Year 2023)

সেই দিক থেকে দেখতে গেলে ২০১৯ সালের পর থেকে শিখরের ব্যাটে আর কোনও শতরান আসেনি। তার স্ট্রাইক রেট’ও ৮০-র নিচে চলে গিয়েছে। এই পরিস্থিতি’তে তিনি আর কখনও ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

এদিকে লঙ্কান’দের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বিশ্বের ১ নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব’কে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রঞ্জি ট্রফি’তে মুম্বাই’কে নেতৃত্ব দিয়েছেন সূর্য।  সেকারণে হার্দিক’কে তিনি কঠিন সময়ে সাহায্য করতে পারবেন বলেই আশা করা যায়। (Happy New Year 2023)

আরও পড়ুনঃ KL Rahul : কে এল রাহুলকে ভারতের বর্তমান ৫০ ওভারের দলে দেখছেন না এই প্রাক্তন ভারত তারকা

পাশাপাশি এই ফরম্যাটে ভারতের পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি। এবার তাকে একটি নয়া দায়িত্ব দেওয়া হল। 

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ’কে একদিনের পাশাপাশি টি-২০ ক্রিকেট দল থেকেও বাদ দেওয়া হল। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরান করার পর পন্থ ক্রমাগত ফ্লপ হয়েই চলেছেন। তাকে ওপেনিং ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এবার তাকে ওয়ানডে এবং টি-২০ দুটো ফরম্যাট থেকেই বাদ দেওয়া হল।  (IND vs SL 2023)

কার্যত, ভারতীয় টি-২০ ক্রিকেট দলে আসন্ন এই সিরিজের জন্য দুই নতুন বোলার’কে সুযোগ দেওয়া হয়েছে। তারা হলেন শিবম মাভি এবং মুকেশ কুমার। এই দুই বোলার প্রথমবার টি-২০ ক্রিকেট দলে টিম ইন্ডিয়া’র হয়ে খেলবেন। ঘরোয়া ক্রিকেটে মাভি উত্তরপ্রদেশ এবং মুকেশ বাংলার হয়ে খেলেন। এছাড়া দলে রয়েছেন উমরান মালিক এবং আর্শদীপ সিং’ও। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে,  বিসিসিআই এবার তরুণ বোলার’দের নিয়েই দলের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে চাইছে।

India squad for Sri Lanka T20Is :  (IND vs SL 2023)

Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.

India squad for Sri Lanka ODIs :  (IND vs SL 2023)

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ MS Dhoni : কন‍্যা জিভার সাথে বর্ষবরণের অনুষ্ঠান সারলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন ভিডিও