Happy New Year 2023 – দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান – প্রাক্তন সকল ক্রিকেটারেরা। জেনে নিন ট্যুইট করে কে কি বলেছেন।
Wishing you a safe, prosperous and Happy new year ❤️. Hope everybody has a great 2023 👊🥳
— hardik pandya (@hardikpandya7) January 1, 2023
Knock knock… who’s there?
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2023
It’s 2023! 😃💫✨#HappyNewYear pic.twitter.com/aeE9p6nqRu
Wishing you and all your loved one's health and happiness in 2023. May God bless you to achieve all you want and find lasting love and blessings . #HappyNewYear pic.twitter.com/cWqCFTWcZN
— Virender Sehwag (@virendersehwag) January 1, 2023
Wishing all a Happy start to year 2023.
— Mohammed Azharuddin (@azharflicks) January 1, 2023
May this year bring health and happiness in abundance. #HappyNewYear
May the year 2023 bring love, good health and joy in your lives. Wishing you a Happy New Year ✨
— Kuldeep yadav (@imkuldeep18) January 1, 2023
Wish you all a very #HappyNewYear2023!! Have a great year full of success, happiness, peace, love and good health everyone! Lots of love ❤️ pic.twitter.com/rmae4CochT
— Robin Aiyuda Uthappa (@robbieuthappa) January 1, 2023
May God bless you all with joy, health, success, and prosperity. May the Almighty shower you with love and blessings so that the upcoming year is the best one yet for you. Wishing you a very happy 2023. pic.twitter.com/0D51jQCnWq
— VVS Laxman (@VVSLaxman281) January 1, 2023
New Year is a perfect time to reflect upon yesterday’s achievements and look forward to unlimited opportunities ahead. Here’s wishing everyone a Happy 2023.
— Mohammad Shami (@MdShami11) January 1, 2023
.
.
.#happynewyear #ms11 #mdshami11 #mdshami #cricket #2023 #happynewyear2023 pic.twitter.com/KScvp8PCd1
Geared up for the season! Happy 2023!
— Cheteshwar Pujara (@cheteshwar1) January 1, 2023
Wish you all a year filled with joy, success, and the best of health. Have a blessed year everyone! #HappyNewYear pic.twitter.com/ZebrAvKfp0
Health is the ‘real’ wealth. So Wishing you all a Very healthy New Year! #HappyNewYear2023
— Irfan Pathan (@IrfanPathan) January 1, 2023
Happy new year everyone ❤️
— Ravi Bishnoi (@bishnoi0056) January 1, 2023
Happy new year everyone! May you get whatever you're looking for in 2023. And as an Indian cricket supporter, may this be the year the Cup stays home 😉 #HappyNewYear
— Wasim Jaffer (@WasimJaffer14) January 1, 2023
#TeamIndia squad for three-match T20I series against Sri Lanka.#INDvSL @mastercardindia pic.twitter.com/iXNqsMkL0Q
— BCCI (@BCCI) December 27, 2022
নতুন বছরেরে শুরুতেই ভারতীয় ক্রিকেট দল মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে। মঙ্গলবার শ্রীলঙ্কা’র বিরুদ্ধে ওয়ানডে এবং টি-২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। আগামী ৩ রা জানুয়ারি থেকে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা’র বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে। তারপর ১০ ই জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। (Happy New Year 2023)
বাংলাদেশ সফরে চোট পেয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেকারণে তাকে এই টি-২০ সিরিজে রাখা হয়নি। তার জায়গায় ভারতীয় ক্রিকেট দল’কে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তবে ওয়ানডে সিরিজে রোহিত আবারও দলে প্রত্যাবর্তন করবেন। (Happy New Year 2023)
প্রসঙ্গত, আসন্ন সিরিজে ভারতীয় ওয়ানডে টিমের সহ-অধিনায়র নির্বাচন করা হয়েছে হার্দিক পান্ডিয়া’কে। কেএল রাহুলের জায়গায় তিনি দলের ডেপুটি পদ সামলাবেন। এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, বিসিসিআই হার্দিক’কেই ভবিষ্যতের অধিনায়ক হিসেবে দেখতে চাইছে।(Happy New Year 2023)
হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স নিজেদের আইপিএল টুর্নামেন্টের অভিষেক মরশুমে জয়লাভ করেছিল। এরপর থেকেই তিনি অধিনায়ক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। (Happy New Year 2023)
অন্যদিকে ভারতের অভিজ্ঞ ডানহাতি ব্যাটার শিখর ধাওয়ান এতদিন ধরে টিম ইন্ডিয়া’র হয়ে শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটেই খেলতেন। কিন্তু তাকেও শেষ পর্যন্ত বাদ দেওয়া হল দল থেকে। কারন ভারতের উদীয়মান তারকা ক্রিকেটার শুভমান গিল ওপেনার হিসেবে বর্তমানে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। সেইসঙ্গে ঈশান কিষান’ও সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করে একাধিক নজির স্পর্শ করেছেন। (Happy New Year 2023)
সেই দিক থেকে দেখতে গেলে ২০১৯ সালের পর থেকে শিখরের ব্যাটে আর কোনও শতরান আসেনি। তার স্ট্রাইক রেট’ও ৮০-র নিচে চলে গিয়েছে। এই পরিস্থিতি’তে তিনি আর কখনও ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।
এদিকে লঙ্কান’দের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজে বিশ্বের ১ নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব’কে ভারতীয় টি-২০ দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রঞ্জি ট্রফি’তে মুম্বাই’কে নেতৃত্ব দিয়েছেন সূর্য। সেকারণে হার্দিক’কে তিনি কঠিন সময়ে সাহায্য করতে পারবেন বলেই আশা করা যায়। (Happy New Year 2023)
আরও পড়ুনঃ KL Rahul : কে এল রাহুলকে ভারতের বর্তমান ৫০ ওভারের দলে দেখছেন না এই প্রাক্তন ভারত তারকা
পাশাপাশি এই ফরম্যাটে ভারতের পাশাপাশি গোটা ক্রিকেট বিশ্বে বিধ্বংসী ব্যাটার হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন তিনি। এবার তাকে একটি নয়া দায়িত্ব দেওয়া হল।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ’কে একদিনের পাশাপাশি টি-২০ ক্রিকেট দল থেকেও বাদ দেওয়া হল। আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে শতরান করার পর পন্থ ক্রমাগত ফ্লপ হয়েই চলেছেন। তাকে ওপেনিং ব্যাটার হিসেবে টি-২০ ফরম্যাটে সুযোগ দেওয়া হয়েছিল বটে, কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এবার তাকে ওয়ানডে এবং টি-২০ দুটো ফরম্যাট থেকেই বাদ দেওয়া হল। (IND vs SL 2023)
কার্যত, ভারতীয় টি-২০ ক্রিকেট দলে আসন্ন এই সিরিজের জন্য দুই নতুন বোলার’কে সুযোগ দেওয়া হয়েছে। তারা হলেন শিবম মাভি এবং মুকেশ কুমার। এই দুই বোলার প্রথমবার টি-২০ ক্রিকেট দলে টিম ইন্ডিয়া’র হয়ে খেলবেন। ঘরোয়া ক্রিকেটে মাভি উত্তরপ্রদেশ এবং মুকেশ বাংলার হয়ে খেলেন। এছাড়া দলে রয়েছেন উমরান মালিক এবং আর্শদীপ সিং’ও। এর থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে, বিসিসিআই এবার তরুণ বোলার’দের নিয়েই দলের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে চাইছে।
India squad for Sri Lanka T20Is : (IND vs SL 2023)
Hardik Pandya (Captain), Ishan Kishan (wk), Ruturaj Gaikwad, Shubman Gill, Suryakumar Yadav (VC), Deepak Hooda, Rahul Tripathi, Sanju Samson, Washington Sundar, Yuzvendra Chahal, Axar Patel, Arshdeep Singh, Harshal Patel, Umran Malik, Shivam Mavi, Mukesh Kumar.
India squad for Sri Lanka ODIs : (IND vs SL 2023)
Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.
আরও পড়ুনঃ MS Dhoni : কন্যা জিভার সাথে বর্ষবরণের অনুষ্ঠান সারলেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন ভিডিও