
টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টেস্ট ক্রিকেটের ন্যায় ব্যাটিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে মার্টিন গাপ্টিলের ৩৫ বলে খেলা ২৮ রানের ইনিংসের এমন ভাবেই সমালোচনা করলেন অভিজ্ঞ ভারতীয় স্পিনার হরভজন সিং।
সকল নিউজিল্যান্ড’বাসীর ফাইনাল ম্যাচের দিন বিরাট প্রত্যাশা ছিলো গাপ্টিল’কে কেন্দ্র করে। কিন্তু ম্যাচে ড্যারেল মিচেল দ্রুত আউট হলে উইলিয়ামসনের সাথে ম্যাচ ধরে খেলা শুরু করেন গাপ্টিল। পরবর্তী সময়ে উইলিয়ামসন হাত খুলে খেলা শুরু করলেও নিজের রক্ষণাত্মক ব্যাটিং বজায় রাখেন গাপ্টিল। এবং ২৮ (৩৫ বল) রানে ইনিংস শেষ করেন তিনি, যা দেখে কার্যত হতাশ সবাই।
অনেকেই মনে করেন গাপ্টিল যদি একটু আক্রমণাত্মক ভাবে খেলতো তাহলে ম্যাচে হয়তো ১৯০ রানের গন্ডি পেরিয়ে যেতে পারতেন তিনি। কিন্তু বাস্তবে এমনটা হয়নি।
এদিন ম্যাচ চলাকালীন ট্যুইট করেন গাপ্টিলের ইনিংস দেখে বিরক্ত ভাজ্জি, তিনি লেখেন,
“গাপ্টিল কি টেস্ট ইনিংস খেলছে। ৩৫ বলে ২৮ রানের ইনিংস …
Guptil played test match for NZ.. what was that inn 35 balls 28?? Seriously 😳 man
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 14, 2021

প্রসঙ্গত, নিউজিল্যান্ড’কে হারিয়ে এদিন প্রথম বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেলো অস্ট্রেলিয়া, সৈজন্যে মিচেল মার্শ(৭৭) এবং ডেভিড ওয়ার্নারের (৫৩) দাপুটে ইনিংস।
ম্যাচে কিউয়িদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে ৭ বল বাকী থাকতেই ম্যাচ নিজেদের দখলে নেয় অজিরা, ৮ বল বাকী থাকতেই ম্যাচে জয় নিশ্চিত করে তারা।
১৭৩ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে নেমে শুরু’টা একেবারেই ভালো ভাবে করতে পারিনি অস্ট্রেলিয়া। তিন নম্বর ওভারে কিউয়ি পেসার ট্রেন্ট বোলের বিরুদ্ধে পরাস্ত হন অজি অধিনায়ক ফিঞ্চ (৫)। এরপর মার্শ এবং ওয়ার্নার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং বিভাগের হাল ধরেন।
এদিন নিউজিল্যান্ডের স্পিনার’দের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে পাওয়া যায় ডেভিড ওয়ার্নার’কে। ইশ সোধি, মিচেল স্যান্টনার’এর বিরুদ্ধে মারমূখী মেজাজে ব্যাটিং চালাতে থাকেন ওয়ার্নার। ১৩ নম্বর এসে ফের আরও একবার অজি ব্যাটিংয়ে আক্রমণ করেন বোল্ট, তুলে নেন ফর্মে থাকা ওয়ার্নারের (৫৩) উইকেট। সেই ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১০৭, ২ উইকেট হারিয়ে।

ওয়ার্নার আউট হলেও বিষয়টি প্রভাব ফেলতে পারিনি মার্শের ঝোড়ো ব্যাটিংয়ে। এবং ম্যাক্সওয়েল (২৮*) কে সঙ্গী করে দলের জয় নিশ্চিত করেন ফেরেন তিনি।
এর আগে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনের (৮৫) ঝোড়ো ইনিংসের সৈজন্যে ২০ ওভার শেষে ১৭২ রান তোলে নিউজিল্যান্ড, ২ উইকেট হারিয়ে। প্রথম উইকেটে ২৮ রান জোড়েন ড্যারেল মিচেল এবং মার্টিন গুপ্টিল জুটি। ৪ নম্বর ওভারে মিচেল (১১) কে ফেরান হ্যাজেলউড। পাওয়ার প্লে’র শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩২/১।
এরপর প্রথমে রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং শুরু করলেও পরবর্তী সময়ে হাত খোলা শুরু করেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। স্টার্ক’কে ১ ওভারে ১৯ রান মারেন তিনি। ১৩ নম্বর ওভারে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেলেন সে। মূলত তার ইনিংসের সৈজন্যে ম্যাচে ১৭০ রানের গন্ডি পেরোতে সফল হয় নিউজিল্যান্ড। ম্যাচে অস্ট্রেলিয়ার তরফে সফল বোলার জোস হ্যাজেলউড, ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।