
AUS vs SA 2022 – মেলবোর্নে সোমবার বক্সিং ডে টেস্টের প্রথম দিন দাপুটে পারফরম্যান্স দিলেন অস্ট্রেলিয়ার উদীয়মান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে কার্যত একাই ধসিয়ে দিয়েছেন তিনি। ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি।
এর ফলে ১৮৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এদিন কেরিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলো অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩২* রানে অপরাজিত আছেন ওয়ার্নার, ৫* রানে নট আউট আছেন মার্নুস লাবুসানে। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫ রানে ১ উইকেট। (AUS vs SA 2022)
এক রান করে আউট হয়ে গেছিলেন উসমান খোয়াজা। কাগিসো রাবাদার বলে খোয়াজার ক্যাচ নিয়েছেন কাইল ভেরেনিন। (AUS vs SA 2022)
While batting generally takes priority for Cameron Green, the allrounder now has a Test and ODI five-for before an international century.@LouisDBCameron | #AUSvSA https://t.co/2avZ9ZV2xS
— cricket.com.au (@cricketcomau) December 26, 2022
তিন ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জিতেছিলো ৬ উইকেটে। গত সপ্তাহে দুই দিনের মধ্যে সেই ম্যাচ জিতে নিয়েছিলো অসিরা। (AUS vs SA 2022)
এমনিতেই মেলবোর্নের পিচ বোলারদের অনুকূল নয়। তবুও টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলো অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলো সাউথ আফ্রিকা। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর ভেরিন এবং মার্কো জানসেন মিলে লড়াইয়ে ফেরায় সাউথ আফ্রিকাকে। পরবর্তী সময়ে ভেরিনকে ফিরিয়ে ফের অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরায় গ্রিন। সাউথ আফ্রিকা ম্যাচে তাদের শেষ ৫ উইকেট হারিয়েছিলো ১০ রানে। গ্রিন সেই সময় ৪ উইকেট নিয়েছেন, ৮ রানে।
আরও পড়ুনঃ Sunil Gavaskar : প্রয়াত হলেন সুনীল গাভাস্কারের মা