Rishabh Pant : দ্রুত সেরে ওঠো ভাই, সতীর্থ পন্তকে বার্তা ডেভিড ওয়ার্নারের

0
28
Get well soon brother, David Warner's message to teammate Rishabh Pant
Get well soon brother, David Warner's message to teammate Rishabh Pant

Rishabh Pant – দিল্লি ক‍্যাপিটালসে সতীর্থ ঋষভ পন্তের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখলেন তারকা অসি ওপেনার ডেভিড ওয়ার্নার। গতবছরের শেষে ভয়াবহ গাড়ি দূর্ঘটনায় গুরুতর জখম হন ঋষভ পন্ত। এই মুহূর্তে কোকিলাবেন ধিরুভাই আম্বানী হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

২০২২ সালের আইপিএলে পন্তের নেতৃত্বে দিল্লি ক‍্যাপিটালসে প্রথম বারের মতো খেলেন ওয়ার্নার। সতীর্থের সাথে ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ওয়ার্নার লিখেছেন “দ্রুত সেরে ওঠো ভাই, আমরা তোমার পাশে আছি।” (Rishabh Pant)

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এবারের আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসকে নেতৃত্ব দিতে পারেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ সিনিয়র ব‍্যাটার ডেভিড ওয়ার্নার। তারকা ভারতীয় উইকেট কিপার – ব‌্যাটারের অবর্তমানে এই অভিজ্ঞ সিনিয়র অস্ট্রেলিয়ার উপর আস্থা রাখছেন টিম ম্যানেজমেন্ট। (Rishabh Pant)

গতবছর ৩০ শে ডিসেম্বর একটি পথ দূর্ঘটনায় মারাত্মক জখম হয়েছিলেন ঋষভ পন্ত। শরীরের একাধিক জায়গায় গুরুতর চোট পেয়েছেন তিনি। পরিস্থিতি এখন এমন’ই যে পন্ত ২০২৩ এর আইপিএল মিস করতে চলেছেন, এমনটাই মনে করছেন সবাই। (Rishabh Pant)

আরও পড়ুনঃ Asia Cup 2023 : পিসিবি প্রধানের সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিল এসিসি

দিল্লি ক‍্যাপিটালসকে আইপিএলে নেতৃত্ব দেওয়ার বিষয়ে অসি ব‍্যাটার ডেভিড ওয়ার্নারের সাথে কথাবার্তা চালাবে টিম ম্যানেজমেন্ট। পন্তের অবর্তমানে সরফরাজ খান সামাল দিতে পারেন দলের উইকেট কিপারের ভূমিকা।

TOI কে দিল্লি ক‍্যাপিটালসের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন –

“ডেভিড ওয়ার্নারের আইপিএলের দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে। এবিষয় টিম ম্যানেজমেন্ট কথা বলবে ওয়ার্নারের সাথে। এবার মিডল অর্ডারে প্রভাবশালী ব‍্যাটারদের প্রয়োজন। প্রয়োজন হলে সরফরাজ খান কে উইকেট কিপিং করার জন্যে বলা হবে। এছাড়া ঘরোয়া ক্রিকেটের খুব পোক্ত উইকেট কিপার অথবা ব‍্যাটারের প্রয়োজন।”

২০২১ সালের আইপিএলের আগে ঋষভ পন্তকে দিল্লি ক‍্যাপিটালস দলের অধিনায়ক করা হয়। তার নেতৃত্বে লিগ পর্যায়ে টেবিল টপার হয়েছিল দিল্লি ক‍্যাপিটালস। তবে কোয়ালিফায়ার টু’তে কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বিদায় নেয়। ২০২২ সালের আইপিএল সাতটি ম‍্যাচ জিতেছিলো এবং সাতটি হেরেছিলো দিল্লি, লিগ টেবিলের পঞ্চম স্থানে শেষ করেছিলো দিল্লি ক‍্যাপিটালস।

আরও পড়ুনঃ Cristiano Ronaldo : জিমে বসেই দলকে তাতালেন রোনাল্ডো, দেখুন ভিডিও