Gerard Pique : অবসর ভেঙে ফের মাঠে নামার পরিকল্পনা করছেন জেরার্ড পিকে

0
22
Gerard Pique : Gerard Pique is planning to return to the field after retirement
Gerard Pique : Gerard Pique is planning to return to the field after retirement

Gerard Pique – অবসরের পর মাত্র একমাস কাটেনি, এরমধ্যে অবসর ভেঙে মাঠে নামার পরিকল্পনা করছেন অভিজ্ঞ স্প‍্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। এফসি আন্দোরা ক্লাবের বর্তমান মালিক এখন পিকে, সেটি স্প‍্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশনের ক্লাবে খেলে। সেই ক্লাবের হয়েই পুনরায় মাঠে নামবেন বলে মনোস্থির করেছেন পিকে।

২০১৮ সালে নিজের ইনভেস্টমেন্ট গ্রুপ ‘কসমস’এর দ্বারা এফসি আন্ডোরা ক্লাবটি কেনেন পিকে। সেই সময় পঞ্চম ডিভিশনের ক্লাব ছিলো এটা। তবে তার পর থেকে ধাপে ধাপে উন্নতি করার মধ্যে দিয়ে দ্বিতীয় ডিভিশনে উঠে আসে এই ক্লাব। (Gerard Pique)

বার্সেলোনার যুব দলের সদস্য পিকে (Gerard Pique), ২০১৮ সালে স্পেনের জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। ২০২৪ সাল অবধি বার্সেলোনার সাথে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। কিন্তু পরে হাফ স‍্যালারি’তে থাকার সিদ্ধান্ত নিয়ে নতুন চুক্তি সারেন তিনি ক্লাবের সাথে। পিকের এই সিদ্ধান্ত বার্সেলোনা’কে ফিনান্সিয়াল ফেয়ার প্লে মার্জিন ঠিক করতে সাহায্য করবে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আগামী দিন গুলোয় ভারত দীপক হুডাকে কিভাবে ব‍্যবহার করে, সেটা দেখার অপেক্ষায় আছেন গম্ভীর 

গত কয়েক মাস ধরে মাঠের বাইরের নানান বিতর্কের জন্য খবরের শিরোনামে উঠে এসেছিলেন পিকে(Gerard Pique)। এপ্রিল মাসে তার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিলো। তার মধ‍্যস্থতায় তাই স্প‍্যানিশ এফ এ নাকি সৈদি আরবে স্প‍্যানিশ সুপার কাপ আয়োজন করতে পেরেছিলো, এরফলে পিকের কসমস কোম্পানি ২৪ মিলিয়ন ইউরো কমিশন পেয়েছে। সেই সব অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়েছিলেন পিকে। এরপর জুন মাসে কলম্বিয়ার গায়িকা শাকিরার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়।

বিশ্বফুটবলের অন‍্যতম সেরা সেন্টারব‍্যাক’দের মধ‍্যে একজন পিকে। ১৮ বছরের বর্ণময় কেরিয়ারে ৩৫ টা ট্রফি জিতেছিলেন। ইংল্যান্ড এবং স্পেন মিলিয়ে ৯ টা লিগ টাইটেল জিতেছিলেন পিকে। জিতেছেন চারটি চ‍্যাম্পিয়ান্স লিগ এবং দেশের হয়ে বিশ্বকাপ এবং ইউরো কাপ।

অবসর নেওয়াকালীণ পিকে বলেছিলেন ভবিষ্যতে বার্সেলোনার ক্লাবের প্রেসিডেন্ট হতে চান তিনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : খারাপ শট বাছাই করে ডোবে স‍্যামসন, ভারত তারকার চরম সমালোচনা করলেন গাভাস্কার