Gareth Bale – সোমবার ৩৩ বছর বয়সে ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন গ্যারেথ বেল। ব্রিটিশ ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা এক কিংবদন্তি ফুটবলার বিদায় জানালেন ফুটবল কে।
ওয়েলসের ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচ খেলা এবং গোল করার রেকর্ড গ্যারেথ বেলের দখলে। দুই বার দেশের হয়ে ইউরো কাপে খেলেছিলেন তিনি। ২০১৬ সালের ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছন। তার নেতৃত্বে ১৯৫৮ সালের পর ২০২২ সালে বিশ্বকাপ খেলেছিলো ওয়েলস। দ্য লস এঞ্জেলেসের ফরোয়ার্ড তার বর্ণময় কেরিয়ারে খেলেছিলেন – Southampton, Tottenham এবং Real Madrid এর হয়ে। ২৯ শে নভেম্বর কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ টা তার কেরিয়ারে দেশের হয়ে শেষ ম্যাচ ছিলো।
“সমস্ত দিক ভাবনা চিন্তা করে ক্লাব এবং দেশের হয়ে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। যে খেলার স্বপ্ন দেখে বড়ো হয়েছিলাম, সেটা পূরণ করতে পেরে ভীষণ খুশি আমি।
ফুটবল আমকে জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে। গত ১৭ মরশুম একেবারে চূড়ায় পৌঁছেছি, জীবনের পরবর্তী অধ্যায়ে কি লেখা আছে জানিনা, তবে যা কিছু অর্জন করেছি, সেগুলো ফিরে পাওয়া আর সম্ভব নয়।”
— Gareth Bale (@GarethBale11) January 9, 2023
— Gareth Bale (@GarethBale11) January 9, 2023
২০০৬ সালে বেল ওয়েলসের হয়ে অভিষেক করেন। দেশের সিনিয়র দলের হয়ে ১১১ ম্যাচ খেলে ৪০ টা গোল করেছিলেন তিনি। এর আগে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। বয়স ভিত্তিক দেশের দলে ধাপে ধাপে উন্নতি হয়েছে তার।
বেল ক্লাব সিনিয়র কেরিয়ার শুরু করেন ২০০৬ সালে সাউথহাম্পটনের হয়ে। একবছর পর টটেনহ্যাম যান। ২০১৩ সালে তৎকালীন বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগদান করেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়ান্স লিগ এবং দুই বার স্প্যানিশ লিগ জিতেছিলেন তিনি। ২০২২ সালে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হওয়ার পর মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগদান করেন তিনি।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের ভবিষ্যতের অধিনায়ক কে হবেন ? মুখ খুললেন রোহিত শর্মা