Indian Cricket Team : রোহিত, রাহুলের চরম সমালোচনা করলেন প্রাক্তন ভারত তারকা

0
18
Former cricketer Reetinder Sodhi criticized Indian Cricket Team’s Rohit and Rahul for their poor performance
Former cricketer Reetinder Sodhi criticized Indian Cricket Team’s Rohit and Rahul for their poor performance

Indian Cricket Team – নতুন বছরের শুরুতেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে নামবে ভারত। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার চরম সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রীতেন্দর সোধি।

এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি রোহিত শর্মা’কে। ছয় ম‍্যাচে ভারত অধিনায়ক ১১৬ রান করেছিলেন, একটা মাত্র হাফ সেঞ্চুরি করেছিলেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে। (Indian Cricket Team)

সোধি চান পারফরম্যান্স, ফর্ম, ফিটনেস দেখে ভারতকে ক্রিকেটার বাছাই করতে হবে যদি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ জিততে চায়, শুধুমাত্র নাম দেখে বাছাই করলে চলবেনা।

তিনি বলেছেন –

“পারফরম্যান্স দিতে পারলে খেলো, শুধুমাত্র রেপুটেশনের দোহাই দিয়ে কিছু হবেনা। পারফরম্যান্স, ফর্ম, ফিটনেস – এইসব ম‍্যাটার করে। বিশ্বকাপ জিততে হলে এগুলোর দিকে নজর দিতে হবে আমাদের। কোনও টপ অর্ডারের ব‌্যাটার যদি ধারাবাহিক ভাবে ব‍্যর্থ হয়, তাহলে তাকেও বাদ দেওয়ার বিষয়, দ্বিতীয় বার ভাবনা চিন্তা করার কোনও দরকার নেই।”

মঙ্গলবার ৩ রা জানুয়ারি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি খেলতে নামবে ভারত।

ভারতের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম‍্যাচ খেলতে হবে রোহিত শর্মাকে আগামী বছরে। ২০২২ সালটা তেমন একটা ভালো যাইনি, তাই নতুন বছরে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছেন তিনি। সামনের বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত, রোহিতের কাছে এখন সুবর্ণ সুযোগ আছে ওয়ানডে বিশ্বকাপ জেতার। (Indian Cricket Team)

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে রোহিত শর্মার খেলার সম্ভাবনা প্রবল। ৩ রা জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ, তিন ম‍্যাচের ওয়ানডে এবং তিন ম‍্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলবে ভারত – শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ AUS vs SA 2022 : ওয়ার্নারের ডবল সেঞ্চুরিতে চলতি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

শোনা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলা হবেনা রোহিত শর্মার। বাংলাদেশ সফরে ব‍্যাটিং করা কালীণ আঙুলে চোট পেয়েছিলেন রোহিত। তার জেরে, অবশ্য এখন অনেকটাই চোট মুক্ত তিনি। ইতিমধ্যে নেট সেশন শুরু করেছেন। খুব শীঘ্রই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেবেন তিনি। (Indian Cricket Team)

“এখনও অবধি একশো শতা‌ংশ ফিট নন রোহিত শর্মা। তাই তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইনা আমরা। জাদেজা এবং বুমরাহ’ও জাতীয় অ্যাকাডেমিতে ফিরেছেন। দ্রুত সেরে উঠছেন। তবে ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রেখে টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হচ্ছে। কারণ আগামী বছর ওডিআইর তুলনায় টি টোয়েন্টিতে অতোটা গুরুত্ব দেওয়া হচ্ছে না।”

– এমনটাই জানা গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রের মারফত।

২০১২ সালের পর ২০২২ সালে কোনও সেঞ্চুরি করতে পারলেন না রোহিত শর্মা। এবছর ২৯ টা টি টোয়েন্টি ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ২৪.২৯ গড়ে ১৩৪.৪২ স্ট্রাইক রেটে ৬৫৬ রান করেছেন। তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ৭২ রান। সব মিলিয়ে এবছর ৪০ ইনিংস খেলেছিলেন রোহিত, সেখানে ৯৯৫ রান করেছেন, ২৭.৬৩ গড়ে। করেছেন ছয়টা হাফ সেঞ্চুরি।

আরও পড়ুনঃ Indian Cricket Team : নাম নয়, যোগ‍্যতার ভিত্তিতে ভারতীয় দলে সুযোগ দেওয়ার দাবীতে সরব প্রাক্তন ভারতীয় ক্রিকেটার