
T20 World Cup 2022 – মেলবোর্নের মাঠে রোববার মুখোমুখি হতে চলেছে ভারত – পাকিস্তান। মুখোমুখি দুই চিরশত্রু দেশের বাইশ গজের লড়াইয়ের আমেজ নিতে প্রস্তুত ফ্যানেরা। বৃষ্টি কাঁঠি না করলে যে একটা দারুণ ম্যাচ দেখতে চলেছি আমরা, সেই কথা বলাই বাহুল্য।
এমন হাইভোল্টেজ একটা ম্যাচের আগে ভারতের প্রথম ওডিআই বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ভারত-পাক ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে নিজের ব্যক্তিগত মতামত দিয়েছেন। একটি Youtube চ্যানেলের শো’তে প্রাক্তন পাক অলরাউন্ডার শাহীদ আফ্রিদির পাশাপাশি উপস্থিত ছিলেন তিনি। (T20 World Cup 2022)
এবছর টি ২০ বিশ্বকাপের অফিসিয়াল ফটোশুটে পাক অধিনায়ক বাবর আজমের সাথে বেশ কিছু ছবি তুলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সেই সব ছবি বেশ ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়। (T20 World Cup 2022)
Picture of the day!
— Vinesh Prabhu (@prabhu_vinesh94) October 24, 2021
Congratulations Pakistan. Well deserved. The 29 yr old jinx has finally ended. #INDvPAK #T20WorldCup pic.twitter.com/Q5gry4lSX3
গতবছর সংযুক্ত আরব আমিরাতের মাঠে যখন ১০ উইকেটে ভারত’কে হারিয়েছিলো পাকিস্তান, তখন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি হারের পর মহম্মদ রিজওয়ান এবং বাবর আজম’কে জড়িয়ে ধরেছিলেন। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এবছর এশিয়া কাপ চলাকালীণ চোট পাওয়া পাক পেসার শাহীন আফ্রিদির শারীরিক অবস্থার খবরাখবর নিতে দেখা গেছিলো ভারতীয় ক্রিকেটারদের। (T20 World Cup 2022)
সাম্প্রতিক অতীতে বিরাট কোহলি যখন ফর্মে ছিলেন না একেবারেই, তখন সহানুভূতি জানিয়ে তার পাশে দাড়িয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। বর্তমানে দুই দেশের মধ্যে সম্পর্ক যতোই তলানিতে গিয়ে ঠেকুক, দুই দেশের ক্রিকেটারেরা অবশ্য নিজেদের সেই সব বেড়াজাল থেকে দুরে রাখেন।
ওই শো চলাকালীন পাকিস্তানের সাংবাদিক কপিল দেবকে জিজ্ঞাসা করেন ভারত – পাক ক্রিকেটারদের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কি লোক দেখানো, জবাবে কপিল বলেন অনেক আগের থেকেই এই বন্ধুত্ব পূর্ণ আবহ দুই দেশের ক্রিকেটারদের মধ্যে, অনুষ্ঠানে উপস্থিত শাহীদ আফ্রিদি’ও সেই কথা স্বীকার করে নেন। কপিল বলেছেন –
“গত ২০-২৫ বছর ধরে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক টা এমনই। কোনও বদল এসেছে বলে মনে করিনা আমি। ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বেশ ভালো। শাহীদ আফ্রিদি কে জিজ্ঞাসা করুন, কতোবার ভারতীয় ক্রিকেটারদের সাথে ডিনার সেরেছেন উনি।”
রাজনৈতিক সম্পর্কের অবনতির জেরে এশীয় ক্রিকেটের দুই অন্যতম দৈত্য দেশ একে অপরের বিপক্ষে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনা বহুবছর হলো। আইসিসির কোনও টুর্নামেন্ট অথবা এশিয়া কাপে তাদের একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে এখন। আর এই বিষয়টাই ভারত-পাক লড়াই’কে এক আলাদা মাত্রা এনে দেয় এখন, এমনটাই মত কপিল দেবের, তার বক্তব্য –
“দুই দেশের সমর্থক’রা তাদের দল নিয়ে ভীষণ আবেগি, সেটা ভারত-পাক ম্যাচের উত্তাপ’কে দ্বিগুণ করে। ভালো লাগে দুই দেশের ক্রিকেটারেরা একে অপরের প্রতি এতোটা শ্রদ্ধাশীল দেখে, তবে মাঠে নামলে তারা সম্পূর্ণ আলাদা। তখন কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ, সবাই নিজেকে নিংড়ে দেয় সেরাটা দিতে। তবে দুই দেশ যদি ঘনঘন একে অপরের বিরুদ্ধে খেলতে থাকে তাহলে ভারত – পাক ম্যাচের আমেজ হারাবে বলেই আমি মনে করি।”
গতবছর দুবাইতে ইতিহাস গড়েছিলো বাবরের পাকিস্তান, বিশ্বকাপের মঞ্চে ভারত’কে হারিয়ে। সেই ১০ উইকেটে জয়লাভ টাই যেকোনও বিশ্বকাপের ইতিহাসে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম জয় ছিলো। এবারও সবুজ জার্সি’ধারীরা সেই জয়ের আমেজ ফেরাতে চাইবেন, আর ভারতীয় শিবির ফুঁসছে বদলা নেওয়ার জন্য। মাঠে কিন্তু কেউ কারোর বন্ধু নয়।