সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ শেষ করেছে ভারত। (IND vs NZ 2023) দুই সিরিজই নিজেদের পকেটে তুলেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটি সিরিজ জিতে এখন আত্মবিশ্বাসে ভরপুর গোটা দল। বর্তমানে ভারত তারকা বিরাট কোহলি তার স্বপ্নের ফর্মে রয়েছেন। শুভমন গিলও গত ম্যাচে বড় রান পেয়েছেন।
তবে শুধু ব্যাটাররা নয়, বল হাতে মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবও দুর্দান্ত বোলিং করেছেন শেষ দুই ম্যাচে। গত ম্যাচে দুটি উইকেট নিয়েছেন কুলদীপ। পাশাপাশি সিরাজও বল হাতে চারটি উইকেট নিয়েছেন। সব মিলিয়ে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছে মেন ইন ব্লু। (IND vs NZ 2023)
এবার টিম ইন্ডিয়ার সামনে আছে নিউজিল্যান্ড সিরিজ। শ্রীলঙ্কার থেকে বেশ কঠিন দল নিউজিল্যান্ড। ফলে ভারতের হোম সিরিজ হলেও লড়াইটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট মহল। যদিও প্রাক্তন ক্রিকেটাররা ভারতকেই ফেভারিট ধরছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই এবং তিনটি টি-টোয়েন্ট ম্যাচ খেলবে রোহিত বাহিনী। (IND vs NZ 2023)
আগামী ১৮ ই জানুয়ারি হায়দ্রাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নামবে ভারত। (IND vs NZ 2023) নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ শে জানুয়ারি রাঁচিতে। তবে ওডিআই সিরিজে বিরাট এবং রোহিতকে দলে রাখা হলেও টি-টোয়েন্টিতে রাখা হয়নি তাদেরকে।
রোহিতের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব পালন করবেন হার্দিক পান্ডিয়া। তাহলে কি টি-টোয়েন্টিতে শেষ রোহিত, বিরাট যুগ ? সেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুনঃ Rishabh Pant : প্রান বাঁচানো ‘হিরো’দের ছবি পোস্ট করে কৃতজ্ঞতা প্রকাশ করলেন পন্ত
আসুন জেনে নিন কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ডের তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ –
ম্যাচ | বিস্তারিত |
প্রথম ওডিআই | ১৮ ই জানুয়ারি বুধবার হায়দ্রাবাদ, ম্যাচ শুরু দুপুর ১:৩০ |
দ্বিতীয় ওডিআই | ২১ শে জানুয়ারি শনিবার রায়পুর, ম্যাচ শুরু দপুর ১:৩০ |
তৃতীয় ওডিআই | ২৪ শে জানুয়ারি মঙ্গলবার ইন্দোর, ম্যাচ শুরু দুপুর ১:৩০ |
প্রথম টি-টোয়েন্টি | ২৭ শে জানুয়ারি শুক্রবার রাঁচি, ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ |
দ্বিতীয় টি-টোয়েন্টি | ২৯ শে জানুয়ারি রবিবার লখনউ, ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ |
তৃতীয় টি-টোয়েন্টি | ১ লা ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার আমেদাবাদ, ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ |
IND ODI Squad for IND vs NZ 2023 Series :
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেট কিপার), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং উমরান মালিক।
NZ ODI Squad for IND vs NZ 2023 Series :
টম লাথাম (অধিনায়ক), মিচেল সান্টনার, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, লকি ফার্গুসন, মিচেল ব্রাকওয়েল, ডারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপ্স, ফিন অ্যালেন, ইস সোধি, হেনরি শিপলে, ব্লেয়ার টিকনার, ডগ ব্রাকওয়েল, জেকব ডাফি।
IND T20I Squad for IND vs NZ 2023 Series :
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), ইশান কিষাণ (উইকেট কিপার), রুতুরাজ গায়েকোয়াড, শুভমন গিল, দীপক হুডা, রাহুল ত্রীপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং,উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ এবং মুকেশ কুমার।
NZ T20I Squad for IND vs NZ 2023 Series :
মিচেল সান্টনার (অধিনায়ক), মিচেল ব্রাকওয়েল, মার্ক চাপম্যান, ডান ক্লেভার, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারেল মিচেল, ডারিল মিচেল, গ্লেন ফিলিপ্স, মিচেল রিপন, হেনরি শিপলে, ইস সোধি এবং ব্লেয়ার টিকনার।