FIH Hockey World Cup – পরিসংখ্যান খেলাধুলার অপরিহার্য অংশ। প্রতি মুহূর্তে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে পরিসংখ্যানবীদরা আমাদের বিভিন্ন খেলার সাথে সম্পর্কৃত পরিসংখ্যান গুলো আমাদের জানিয়ে সমৃদ্ধ করছে। এমন’ই একজন ছিলেন বি জি যোশী। এক্ষেত্রে তার অবদান এবং প্যাশনকে শুক্রবার পুরুষদের হকি বিশ্বকাপের আসরে সন্মান জানানো হলো।
ক্রীড়ামহলে যোশী জি নামেই পরিচিত ছিলেন তিনি। ২০২১ সালের ২০ শে এপ্রিল নিজের হোমটাউন মধ্যপ্রদেশের সেহোরে কোভিড জনিত রোগভোগ করে মৃত্যুবরণ করেন তিনি। (FIH Hockey World Cup)
রৌরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে এদিন মিডিয়া লাউঞ্জে এদিন একমিনিট নিরাবতা পালন করেছেন সকল সাংবাদিকরা। ভারত – স্পেন ম্যাচের আগে ঘটে এই ঘটনা। (FIH Hockey World Cup)
যোশী জি কে সন্মান জানিয়ে তাঁর নাম লেখা একটি জার্সি এবং ছবি রাখা হয়েছে প্রেস বক্সে। (FIH Hockey World Cup)
A touching tribute to BG Joshi, statistician, historian. Lost his life to Covid. pic.twitter.com/dgqbRF17JX
— Swaroop Swaminathan (@arseinho) January 13, 2023
আরও পড়ুনঃ East Bengal : ফের হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গলের কোচ কনস্টানটাইন
১৯৯০ সাল থেকে হকি সম্পর্কিত সমস্ত পরিসংখ্যান রাখা শুরু করেন যোশী জি, তখন নেহাত ফ্যান হিসেবেই। এরপর প্রথম আন্তর্জাতিক ম্যাচ থেকে সমস্ত রকম রেকর্ড সংগ্রহ আসে তার।
এর সুবাদে সাংবাদিক মহলে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। হকি সম্পর্কিত পরিসংখ্যান জানতে কোনও সমস্যা, চটজলদি সলিউশন হয়ে ওঠেন যোশীজি।
অলিম্পিক ছাড়া ভারতের সমস্ত টুর্নামেন্ট কভার করেছিলেন তিনি। কারণ জীবনে অন্তত একবার অলিম্পিক কভার করার ইচ্ছা ছিলো তার। কিন্তু শেষ ইচ্ছা অপূর্ণ রেখেই গতবছর আমাদের ছেড়ে চলে গেছেন এই পরিসংখ্যানবীদ।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুল উইকেট কিপিং চালিয়ে গেলে, ওকে দল থেকে বের করা মুস্কিল, বললেন ওয়াসিম জাফরের