
FIFA World Cup 2022 – কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচে এমবাপ্পে দের হয়ে গলা ফাটাবে মরোক্কো দল। বললেন তাদের কোচ ওয়ালিদ রেগরারুই।
এবারের বিশ্বকাপে অ্যাটলাস লায়ন্সদের গর্জন অবশেষে থামলো গতবারের চ্যাম্পিয়ান দল ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে। যে দলের কাছে হেরেছে, এবার সেই দলকে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ান হতে দেখতে চায় তারা, এমনটাই জানিয়েছেন মরোক্কো কোচ। (FIFA World Cup 2022)
সেমিফাইনাল অবধি দল উঠে আসায় তৃপ্ত মরোক্কোর কোচ, এদিন খেলা শেষে তিনি বলেছেন,
“আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করেছি। আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি মরোক্কো ফুটবল খেলতে পারে। আমাদের সমর্থক’রাও বিশ্বের সেরা। চোটাঘাত ভুগিয়েছে আমাদের। আগুয়েরদ, সাইস, মাদরাউই – এরা কেউই খেলতে পারেনি, কিন্তু কোনও অজুহাত দিতে চাইনা আমরা।”
Walid Regragui. One of the great stories of this World Cup. Took the job just a few months before the tournament. Integrated back into the fold. Made Morocco a united, defensively solid and compact side. They conceded just three goals in the whole tournament. A new Moroccan hero. pic.twitter.com/P98VWTrvGy
— DaveOCKOP (@DaveOCKOP) December 14, 2022
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রোহিত ফিরলে দলে জায়গা পাবেনা গিল, হুশিয়ারি কাইফের
তিনি আরও বলেন,
“একটা ছোট্টো ভুলের খেসারত দিতে হলো আমাদের। প্রথমার্ধে কিছু ভুল ত্রুটি হয়েছিল, দ্বিতীয়ার্ধে তার খেসারত দিতে হয়েছে। তবে তার জন্যে গোটা টুর্নামেন্টে যা করে দেখিয়েছি, সেটাকে ছোটো বিষয় নয়। আমাদের অধিকাংশ ফুটবলার বড়জোর ৬০-৭০ শতাংশ ফিট ছিলো। তারা সবটা দিয়ে লড়েছে। তাদের যা দেওয়ার ছিলো, দিয়েছে। আমরা এবার ফ্রান্সকে সাপোর্ট করবো।”
সেমিফাইনালের আগে অবধি প্রতিপক্ষ দলের কোনও ফুটবলারের একটিও গোল হজম করেনি মরোক্কো। শেষ অবধি সেমিফাইনালে এসে হার মানে তারা। এদিনের জয়ের সুবাদে এবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ফরাসি ফুটবল দল। (FIFA World Cup 2022)
এদিন, লেফট ব্যাক থিও হার্নান্দেজ এবং সুপার সাব কোলো মুলানির করা গোলে এবারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেলো ফ্রেঞ্চ ব্রিগেড। রোববার ১৮ ই ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা – ফ্রান্স। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : সূর্য কুমার যাদবকে টপকে গেলেন শ্রেয়স আইয়ার