
FIFA World Cup 2022 – শনিবার কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে ১-০ গোলে হেরে এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ পর্তুগালের। দলের বিদায়ের পর পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস’কে খোঁচা দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ।
ইয়ুসুফ এন – নেসেইরির করা একমাত্র গোলে পর্তুগাল’কে হারিয়ে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে মরোক্কো। ম্যাচের ৪২ মিনিটে হেডে গোল করেছিলেন তিনি। (FIFA World Cup 2022)
সংশ্লিষ্ট ম্যাচেও টানা দ্বিতীয় বারের মতো রোনাল্ডো কে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন স্যান্টোস। প্রথম বার গনসালো র্যামোসের করা হ্যাটট্রিকে রাউন্ড অফ সিক্সটিনে স্যুইৎজারল্যান্ড কে হারিয়েছিলো পর্তুগাল, কিন্তু অ্যাটলাস লায়ন্স’দের বিপক্ষে তেমন কোনও কার্যকর ফুটবল খেলতে পারেননি র্যামোস। (FIFA World Cup 2022)
মরোক্কোর বিরুদ্ধে ম্যাচে ৫১ মিনিটে পর্তুগাল কোচ মাঠে নামান রোনাল্ডো’কে। একটি গোল মুখি শট’ও নিয়েছিলেন তিনি, কিন্তু তা সেভ দিয়ে দেন মরোক্কোর গোলকিপার ইয়াসিন বুনু।
“NO SE PUEDE SUBESTIMAR AL MEJOR JUGADOR DEL MUNDO”. Así fueron las palabras de Georgina Rodríguez, esposa de Cristiano Ronaldo luego de la eliminación de Portugal en #Qatar2022.
— SportsCenter (@SC_ESPN) December 10, 2022
📷: IG/georginagio pic.twitter.com/NkAMDgVhiF
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : টেস্টে উনাদকাট সুযোগ পাওয়ায় খুশি দীনেশ কার্তিক
Most caps in men’s international football history:
— Squawka (@Squawka) December 10, 2022
🇵🇹 196 – Cristiano Ronaldo
🇰🇼 196 – Bader Al-Mutawa
🇲🇾 195 – Soh Chin Ann
19 years representing his country. 🫡 pic.twitter.com/ErxP3b2U0e
পর্তুগালের বিদায়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে রোনাল্ডো’কে। এটাই কেরিয়ারের শেষ বিশ্বকাপ ছিলো তার।
পর্তুগালের বিশ্বকাপের থেকে বিদায়ের পর ইনস্টাগ্রামে রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রডরিগেজ জোর সমালোচনা করেছেন জাতীয় দলের কোচ ফার্নান্দো স্যান্টোস’কে। তিনি বলেন,
“আপনি কখনও বিশ্বের সেরা ফুটবলার উপেক্ষা করতে পারেন না। সবচেয়ে বড়ো অস্ত্র ও।…জীবন সবাইকে শেখায়, আমরা আজ হারিনি, শিখেছি।”
মরোক্কোর বিরুদ্ধে খেলতে নামার মধ্যে দিয়ে রেকর্ড তৈরী করেছেন রোনাল্ডো। ম্যাচের সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমে কুয়েতের ফুটবলার বাদের আল – মুতাওয়ার পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশী ম্যাচ খেলার নজির স্পর্শ করেছেন তিনি। এটাই দেশের হয়ে ১৯৬ তম ম্যাচ ছিলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : খেলার সুযোগ পেলে অন্তত দেড়শো করবেন, বাবাকে বলেছিলেন ইশান কিষাণ