
মঙ্গলবার কাতার বিশ্বকাপের (FIFA World Cup 2022) মেগা সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়া। মেসিদের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে ক্রোয়েশিয়ার কোচ জালাতকো ডালিচ স্নায়ুর যুদ্ধে মাতলেন আর্জেন্টিনার সাথে।
বিশ্বকাপ ফাইনালে খেলার লক্ষ্যে কাতারের লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা – ক্রোয়েশিয়া। (FIFA World Cup 2022)
সেমিফাইনালে খেলতে নামার আগে সাংবাদিক সম্মেলনে ক্রোয়েশিয়ার কোচ ডালিচ বলেছেন,
“আমরা শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছি। যে দলের নেতা লিওনেল মেসি। তারা ভীষণ মোটিভেটেড, পাশাপাশি চাপেও বেশি আছে এই ম্যাচে। আর্জেন্টিনার সমর্থক সংখ্যা’ও বিশাল, কিন্তু আমাদের থেকে বেশি চাপেও আছে তারা।”
বিশ্বকাপের মঞ্চে শেষ বার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভালো নয় আর্জেন্টিনার। ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্বে ৩-০ ব্যবধানে হেরেছিলো মেসিরা।
We wouldn't mind to repeat this outcome. 👇 #FIFAWorldCup #Qatar2022 https://t.co/sIkldOV9Fn
— HNS (@HNS_CFF) December 12, 2022
আরও পড়ুনঃ Rohit Sharma : সপ্তম বিবাহ বার্ষিকীতে রোহিত শর্মার প্রতি বিশেষ বার্তা রাখলেন স্ত্রী রীতিকা সাজদেহ
In 2006, Argentina faced Croatia in a friendly ⚔️
— 433 (@433) December 12, 2022
🇭🇷 Luka Modrić made his debut for Croatia
🇦🇷 Leo Messi scored his first goal for Argentina
1️⃣6️⃣ years later, they meet in the WC semis 😲 pic.twitter.com/Pnn8Z0gcuM
কোয়ার্টার ফাইনালে ব্রাজিল’কে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। সেমিফাইনালে তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে মদরিচ’দের ভূয়সী প্রশংসা করেছেন মেসি। সেলেকাও’দের বিরুদ্ধে তাদের সমানে সমানে লড়াই ভীষণ প্রশংসা করেছেন প্যারিস সাঁজা’র তারকা ফুটবলার।
সেমিফাইনালে খেলতে নামার আগে সাংবাদিকদের লিওনেল মেসি বলেছেন, (FIFA World Cup 2022)
“ক্রোয়েশিয়া দেখিয়ে দিয়েছে তারা সেরা দল। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে একটা সময় সমানে সমানে লড়াই দিয়ে যাচ্ছিলো তারা। ওরা বহুদিন ধরে একই কোচের অধীনে খেলছেন। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া।”
এখনও অবধি বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা – ক্রোয়েশিয়া পাঁচ বার মুখোমুখি হয়েছে। মোট ১২ টা গোল হয়েছে সব ম্যাচ মিলিয়ে। দুই দল দুটো করে ম্যাচ জিতেছিলো, দুটোতে হেরেছিলো, একটি ড্র করেছে। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ Eden Hazard : মেজর লিগ সকারে খেলতে চলেছেন হ্যাজার্ড