FIFA World Cup 2022 : ভিনিসিয়াসের থেকে সেরাটা বের করতে আনসেলোত্তি’র পরামর্শ নিচ্ছেন তিতে

0
353
FIFA World Cup 2022 : “Thing of two technicians who want the best of him” – Tite confirms he took advice from Ancelotti to bring best out of Vinicius Jr at FIFA World Cup
FIFA World Cup 2022 : “Thing of two technicians who want the best of him” – Tite confirms he took advice from Ancelotti to bring best out of Vinicius Jr at FIFA World Cup

FIFA World Cup 2022 – ক্লাব স্তরে রিয়াল মাদ্রিদে খেলেন ভিনিসিয়াস। বিশ্বকাপে তার থেকে সের পারফরম্যান্সটা পেতে তার ক্লাবের কোচ কার্লো আনসেলোত্তির পরামর্শ নেবেন ব্রাজিলের কোচ তিতে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের সেরা পারফর্মারদের একজন ভিনিসিয়াস জুনিয়র। পেস বলুন বা ড্রিবল, রিয়াল মাদ্রিদের লেফট উইংগার নজরকাড়া পারফরম্যান্স দিচ্ছে কাতারে। (FIFA World Cup 2022)

সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে সাউথ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জিতেছিলো ব্রাজিল। সেই ম‍্যাচেও একটি গোল এবং একটি অ্যাসিস্ট আছে তার। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে তিতে বলেছেন, (FIFA World Cup 2022)

“আমার সাথে আনসেলোত্তির কথা হয়েছে। ভিনিসিয়াস কে কিভাবে খেলাবো, কি ট‍্যাক্টিস উনি ভিনিসিয়াসের জন্যে ব‍্যবহার করেন ক্লাবে, যার জন্যে ও মাদ্রিদে এতো সফল। সেই বিষয় জানার জন্যে। অফেনসিভ সিচুয়েশন কি থাকে, যার জন্যে ক্লাবে খেলা কালীণ এতোটা স্বাধীনতার সাথে খেলে ও। এটা ভিনিসিয়াসের জন্যে খুব ভালো ব‍্যাপার যে দুই টেকনিশিয়ান তার থেকে সেরাটা বের করে আনার চেষ্টা চালায়।”

আরও পড়ুন : IND vs BAN 2022 : টিম ইন্ডিয়া’র এই তারকা ক্রিকেটার’কে অল-রাউন্ডারের তকমা দিলেন গাভাস্কার, বললেন….

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2022) এখনও অবধি তিন ম‍্যাচে একটি গোল এবং দুটো অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ক্লাব স্তরে রিয়াল মাদ্রিদে খেলাকালীণ দারুণ ছন্দে ছিলেন তিনি।

২০২২-২৩ মরশুমে লস ব্ল‍্যান্কোস’দের হয়ে ২১ টা ম‍্যাচ খেলেছিলেন ভিনিসিয়াস। সব ধরনের প্রতিযোগীতা মিলিয়ে ১৫ টা গোল এবং ৫ টা অ্যাসিস্ট করেছেন তিনি।

আরও পড়ুন : Jasprit Bumrah : ভারতের পেস বিভাগের হীরের টুকরো, ২৯ এ পা দিলেন জসপ্রীত বুমরাহ