
FIFA World Cup 2022 : কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মরোক্কোর কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
২০১৬ সালের ইউরো জয়ীরা এদিন ম্যাচ জেতার ফেবারিট ছিলেন। কিন্তু গোটা বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকার দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে মরোক্কো। (FIFA World Cup 2022)
ইয়ুসুফ এন – নেসেইরির করা একমাত্র গোলে পর্তুগাল’কে হারিয়ে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে মরোক্কো। ম্যাচের ৪২ মিনিটে হেডে গোল করেছিলেন তিনি। (FIFA World Cup 2022)
সংশ্লিষ্ট ম্যাচেও টানা দ্বিতীয় বারের মতো রোনাল্ডো কে প্রথম একাদশের বাইরে রেখেছিলেন স্যান্টোস। প্রথম বার গনসালো র্যামোসের করা হ্যাটট্রিকে রাউন্ড অফ সিক্সটিনে স্যুইৎজারল্যান্ড কে হারিয়েছিলো পর্তুগাল, কিন্তু অ্যাটলাস লায়ন্স’দের বিপক্ষে তেমন কোনও কার্যকর ফুটবল খেলতে পারেননি র্যামোস। (FIFA World Cup 2022)
মরোক্কোর বিরুদ্ধে ম্যাচে ৫১ মিনিটে পর্তুগাল কোচ মাঠে নামান রোনাল্ডো’কে। একটি গোল মুখি শট’ও নিয়েছিলেন তিনি, কিন্তু তা সেভ দিয়ে দেন মরোক্কোর গোলকিপার ইয়াসিন বুনু।
🚨 – Pepe: "It's inadmissible that an Argentine referee was in charge today after what happened yesterday, with Messi complaining. After what I saw today, they can give the title to Argentina now. [@relevo] pic.twitter.com/KbiwNnrTda
— 𝐀𝐅𝐂 𝐀𝐉𝐀𝐗 💎 (@TheEuropeanLad) December 10, 2022
পর্তুগালের বিদায়ের পর কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা গেছে রোনাল্ডো’কে। এটাই কেরিয়ারের শেষ বিশ্বকাপ ছিলো তার।
খেলা চলাকালীন রেফারির একাধিক সিদ্ধান্ত পর্তুগালের বিপক্ষে গেছিলো, তাই খেলা শেষে সেই সব বিষয় নিয়ে সরব হয়েছেন পর্তুগালের একাধিক ফুটবলার। পেপে, ব্রুনো ফার্নান্দেজের মতো তারকা ফুটবলার’রা ফিফাকে দাবি জানিয়েছেন, এখনই বিশ্বকাপ আর্জেন্টিনার হাতে তুলে দেওয়ার জন্য।
মরোক্কো – পর্তুগাল ম্যাচ পরিচালনা করার দায়িত্বে ছিলেন আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো টেলো। তিনি ম্যাচ পরিচালনা করায়, পেপে বলেছেন,
“গতকাল যা হয়েছে তারপর আজকে একজন আর্জেন্টিনার রেফারি’কে ম্যাচ পরিচালনা করতে দেওয়া ঠিক হয়নি।…যা দেখছি এখনই আর্জেন্টিনা কে বিশ্বকাপ দিয়ে দেওয়া হোক।”
আরও পড়ুনঃ Virat Kohli : পঞ্চম বিবাহবার্ষিকীতে অনুষ্কা শর্মার প্রতি বিশেষ বার্তা রাখলেন বিরাট কোহলি