FIFA World Cup 2022 – পর্তুগাল এবং ক্লাব স্তরে খেলা বেনফিকার গনসালো র্যামোসের বিশ্বকাপের পারফরম্যান্সের উপর নজর রাখছে রিয়াল মাদ্রিদ। এবারের বিশ্বকাপে স্যুইৎজারল্যান্ডের বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন র্যামোস, সংশ্লিষ্ট ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরিবর্তে খেলতে নেমেছিলেন তিনি।
সংশ্লিষ্ট ম্যাচে কোচের ভরসার যোগ্য সন্মান দিয়েছিলেন র্যামোস সেটা বলতেই হয়। (FIFA World Cup 2022)
“আমি স্বপ্নেও কখনও কল্পনা করতে পারিনি বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথম থেকে খেলার সুযোগ পেয়ে হ্যাটটিক করবো। তবে আমাদের ধাপে ধাপে এগোতে হবে এবার। পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে এবার। এই ম্যাচের ফলাফলের আর কোনও মানে নেই আমাদের কাছে। নেক্সট ম্যাচেও অল আউট খেলবো আমরা।” – এমনটাই বলেছেন র্যামোস। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মরোক্কোর মুখোমুখি হবে পর্তুগাল। (FIFA World Cup 2022)
রোনাল্ডো যখন পর্তুগালের হয়ে অভিষেক করেন, সেই সময় মাত্র দুই বছর বয়স র্যামোসের। একাধিক বার দেশের কিংবদন্তি ফুটবলার সম্পর্কে তার ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ্যে জাহির করেছেন তিনি। (FIFA World Cup 2022)
First World Cup KO stage hat-trick since 1990.
— VisualGame (@avisualgame) December 6, 2022
Gonçalo Ramos, take a bow.
🪄 pic.twitter.com/I2MXA1JpAa
আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে জাতীয় দলে ডাক পেলেন কুলদীপ যাদব
লুসাইলের স্টেডিয়ামের এদিন ম্যাচের সেরা নির্বাচিত ফুটবলারের কাছে জানতে চাওয়া হয়েছিল, ম্যাচে পর্তুগাল কোচ স্যান্টোসের দল ঘোষণা করার পর ড্রেসিংরুমের পরিস্থিতি কেমন ছিলো। র্যামোস বলেছেন,
“সত্যি কথা বলতে দলের কেউই এব্যাপারে কোনও কিছু বলেনি। রোনাল্ডো নিজের অধিনায়কত্বের ভূমিকা পালন করেছে। নিজের মতো করে আমাদের সাহায্য করেছে, শুধু আমার সাথে নয়, দলের সকল সতীর্থের সাথে কথা বলেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো’কে আজীবন আদর্শ মেনে বড়ো হয়েছি আমি। উনি আমার মতো অনেকেরই আদর্শ। আমার লেওয়ানডস্কি এবং ইব্রাহিমোভিচের খেলা দেখতে ভালো লাগে।”
প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচটা র্যামোসের দেশের জার্সি গায়ে চতুর্থ ম্যাচ ছিলো। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ মিলিয়ে মিনিট দশেক খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
চলতি বছর ১৭ ই নভেম্বর নাইজেরিয়ার বিরুদ্ধে প্রি ওয়াল্ড কাপ ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক করেছিলেন। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় পরিবর্ত হিসেবে খেলতে নামেন, এবং তার মিনিট পনেরো পর গোল করেন। পর্তুগাল ম্যাচে ৪-০ গোলে জিতেছিলো।
আলগারভে জন্ম এই ফুটবলারের। চলতি ক্লাব ফুটবল মরশুমে বেনফিকার হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন। ডারউইন নুনেজ লিভারপুলে যোগদান করার পর বেনফিকায় সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে দুর্দান্ত ফুটবল খেলছেন তিনি। নয়া ভুমিকায় এখনও অবধি ২১ ম্যাচে ১৪ টা গোল করেছিলেন।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মেসি বিশ্বকাপ জিতুক, চান ইব্রাহিমোভিচ