FIFA World Cup 2022 : স্টার্লিংয়ের বাড়িতে ডাকাতি, বিশ্বকাপ শিবির ছেড়ে ফিরে গেলেন ইংল্যান্ড তারকা

0
109
FIFA World Cup 2022 : Raheem Sterling flying back from World Cup after armed burglary at home
FIFA World Cup 2022 : Raheem Sterling flying back from World Cup after armed burglary at home

FIFA World Cup 2022 – বিশ্বকাপ চলার মাঝে বাড়ি ফিরে গেলেন ইংল্যান্ড তারকা রহিম স্টার্লিং। শনিবার কোয়ার্টার ফাইনালের ম‍্যাচে ফ্রান্সের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম‍্যাচের আগে দলে যোগ দেবেন কি তিনি ? সেটা এখনও স্পষ্ট নয়।

পারিবারিক কারণে বিশ্বকাপ শিবির ছেড়েছেন চেলসির তারকা স্টার্লিং, ইংলিশ ফুটবল সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। প্রি কোয়ার্টার ফাইনালে সেনেগালের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছিলো ইংল্যান্ড। (FIFA World Cup 2022)

ব্রিটিশ সংবাদ মাধ‍্যমের দাবি অনুযায়ী শনিবার রাতে ডাকাতে হানা দেয় রহিমের বাড়িতে। সেই সময় তার বাড়িতে ছিলেন পরিবারের সদস্যরা। (FIFA World Cup 2022)

ইংল্যান্ডের ম‍্যানেজার গ‍্যারেথ সাউথগেট বলেছেন,

“এইমুহুর্তে রহিমের কাছে তার পরিবার বেশি গুরুত্বপূর্ণ। আমরা তার পাশে আছি। ওর যতোটা সময় লাগে লাগুক। এই পরিস্থিতিতে তার পরিবারের পাশে থাকাটা ভীষণ জরুরী। তাই ওকে দলের সাথে ধরে রাখার কোনও দরকার নেই। সব সময় ফুটবল টাই জরুরি নয়।”

সাউথগেটের ইংল‍্যান্ড কোচ থাকার ছয় বছরের মেয়াদে, স্টার্লিং এই দলের গুরুত্বপূর্ণ সদস্য।

আরও পড়ুনঃ IND vs BAN 2022 : বাংলাদেশের কাছে ওয়ানডে ম‍্যাচ হারের ময়নাতদন্ত করলেন সুনীল গাভাস্কার

২৭ বছর বয়সী এই ফুটবলার দেশের হয়ে ৮১ ম‍্যাচে খেলেছে, গোল করেছেন ২০ টা। চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2022) ইরানের বিরুদ্ধে ম‍্যাচেও ৬-২ গোলে জিতেছিলেন তিনি।

চলতি বিশ্বকাপে দুর্বার গতিতে ছুঁটছে ইংল্যান্ড। স্টার্লিংয়ের যদি আরও বেশি সময় লাগে, তাও ব‍্যাপারটা দলে বিশেষ ফারাক ফেলবেনা। বুকোয়া সাকা, মার্কাস রাশফোর্ড, ফিল ফোডেন’রা পরিস্থিতি সামাল দেবে। 

আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ৬০ বছর আগে বিশ্বকাপে গড়া পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে