
FIFA World Cup 2022 – বুধবার মরোক্কো কে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স। লেফট ব্যাক থিও হার্নান্দেজ এবং সুপার সাব কোলো মুলানির করা গোলে এবারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেলো ফ্রেঞ্চ ব্রিগেড। রোববার ১৮ ই ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা – ফ্রান্স।
২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য লুকাস হার্নান্দেজের ভাই থিও। পঞ্চম মিনিটে গোল করেন তিনি। পরবর্তী সময়ে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে মুলানির গোলে বিশ্বকাপের ফাইনালে স্থান নিশ্চিত করে ফেলে ফ্রান্স। (FIFA World Cup 2022)
সেমিফাইনালের আগে অবধি প্রতিপক্ষ দলের কোনও ফুটবলারের একটিও গোল হজম করেনি মরোক্কো। শেষ অবধি সেমিফাইনালে এসে হার মানে তারা। এদিনের জয়ের সুবাদে এবার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ফরাসি ফুটবল দল। (FIFA World Cup 2022)
ফ্রান্স এবং আর্জেন্টিনা দুই দল এখনো অবধি দুটো করে বিশ্বকাপ জিতেছে। শেষ বার দুই দেশ মুখোমুখি হয়েছিলো ২০১৮ সালের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে। সেই ম্যাচে ৪-৩ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিলো ফ্রান্স। (FIFA World Cup 2022)
France are through to the final! 👊@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) December 14, 2022
Argentina 🆚 France
— FIFA World Cup (@FIFAWorldCup) December 14, 2022
The #FIFAWorldCup Final is SET! 🇦🇷🇫🇷
Back-to-back?
— FIFA World Cup (@FIFAWorldCup) December 14, 2022
🇫🇷 France are one game away from their second straight #FIFAWorldCup title
রোববার লুসাইলের স্টেডিয়ামে ফাইনালে উত্তেজনা পূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা – ফ্রান্স। প্যারিস সাঁজাতে একসাথে খেলে লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে, দুজনেই দুর্দান্ত ছন্দে আছে। সোনার বুট পাওয়ার দাবীদার দুজনেই, পাঁচটি করে গোল করে।
ফাইনালে ফরাসি ফুটবল দলের অন্যতম মাথা ব্যাথার কারণ হয়ে দাড়াবে মেসি, সেকথা বলাই বাহুল্য। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের প্রথম গোল স্কোরার হার্নান্দেজের মুখে শোনা গেলো সম্পূর্ণ ভিন্ন কথা, তিনি তোয়াক্কা করলেন না মেসি কে, RAI Sports কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন,
“টানা দুটো বিশ্বকাপ ফাইনালে খেলাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার। আমরা দারুণ খেলেছি, লড়াইটা কঠিন ছিলো। তবে এখন আমরা ফাইনালে। আমরা ফাইনালে উজাড় করে দেবো নিজেদের। এবার আমাদের যাবতীয় ফোকাস ফাইনালে। সেমিফাইনালে জিতে দারুণ লাগছে। এখন খানিকটা ক্লান্ত, রোববারের আগে তরতাজা হয়ে উঠতে হবে। মেসিকে আমরা ভয় পাইনা, আর্জেন্টিনা নিঃসন্দেহে বড়ো টিম, তবে আমাদের হাতে এখনো প্রস্তুতি নেওয়ার বেশ কিছু দিন সময় আছে।”
গত সাতটি বিশ্বকাপে এটাই ফ্রান্সের চতুর্থ বিশ্বকাপ। এমবাপ্পেদের কাছে এখন হাতছানি রয়েছে বিশ্বকাপের সবচেয়ে সফল টিম হিসেবে আর্জেন্টিনা এবং উরুগুয়ে’কে টপকে যাওয়ার।