FIFA World Cup 2022 – কাতারে বৃহস্পতিবার ‘এডুকেশন সিটি স্টেডিয়াম’এ সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচে পোল্যান্ডের রবার্ট লেওয়ানডস্কি ইতিহাসের পাতায় স্থান করে নিলেন। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২৬০০ তম গোলটি এদিন করে ফেললেন তিনি।
সৌদির ডিফেন্ডার আব্দুয়েলাহ আল মালকি’র করা ভুলের সুযোগ নিয়ে গোল করতে দেড়ি করেননি লেওয়া। ম্যাচের দ্বিতীয় গোলটি করলেন তিনি। (FIFA World Cup 2022)
বিশ্বকাপের (FIFA World Cup 2022) ল্যান্ডমার্ক তো গড়লেন’ই,পাশাপাশি আন্তর্জাতিক গোল করার নিরিখে ব্রাজিলের কিংবদন্তি পেলেকে ছুঁলেন তিনি। দুজনের আন্তর্জাতিক গোল সংখ্যা ৭৭। ৯২ ম্যাচে ব্রাজিলের হয়ে ৭৭ টা গোল করেছিলেন পেলে। ১৩৬ তম লেওয়ানডস্কি এই নজির গড়লেন, পাশাপাশি পুরুষদের আন্তর্জাতিক গোলস্কোরার’দের তালিকায় প্রথম দশে ঢুকে পড়লেন লেওয়ানডস্কি।
২০১৮ সালের বিশ্বকাপে ২৫০০ তম গোলটি হয়ে গেছিলো। রাশিয়ায় শেষ গোলটা করেছিলেন মারিও মান্দুকিচ। সেটা ছিলো বিশ্বকাপের ইতিহাসে ২৫৪৮ তম গোল। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ India VS Bangladesh 2022 : ওয়ানডের পর এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট’ও মিস করবেন রবীন্দ্র জাদেজা
It's a win for Poland! 🇵🇱@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
১৩ ই জুলাই ১৯৩০ সালে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি করেছিলেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট। ১৯৫৮ সালে রবার্ট কলিন্স করেন ৫০০ তম গোলটি, ২০ বছর নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক করেন ১০০০ তম গোলটি। সুইডেনের মার্কাস আলব্যাক করেন ২০০০ তম গোলটা। আর এদিন ২৬০০ তম গোলটি করে ফেললেন লেওয়ানডস্কি।
এদিন লেওয়ানডস্কির করা গোলে ২-০ গোলে জেতে পোল্যান্ড। এই জয়ের ফলে গ্রুস সি’র শীর্ষে পৌঁছে গেলো লেওয়ানডস্কি’রা। আগামী ১ লা ডিসেম্বর আর্জেন্টিনার বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে নামবে পোল্যান্ড।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : দ্বিতীয় ম্যাচেও ল্যাথাম ফের ভোগাতে পারে ভারত’কে, আতঙ্ক প্রকাশ করলেন ওয়াসিম জাফর