
FIFA World Cup 2022 – মরোক্কো কে হারিয়ে এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে ফ্রান্স। রোববার খেলা হবে কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল ম্যাচ।
বুধবার মরোক্কো কে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেলো ফ্রান্স। লেফট ব্যাক থিও হার্নান্দেজ এবং সুপার সাব কোলো মুলানির করা গোলে এবারের বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেলো ফ্রেঞ্চ ব্রিগেড। রোববার ১৮ ই ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা – ফ্রান্স। (FIFA World Cup 2022)
বিশ্বকাপ ফাইনালে খেলার সুযোগ আদায়ের ধারেকাছে পৌঁছে যাওয়ার পর এভাবে ফ্রান্সের কাছে হেরে যাওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশ মরোক্কোর তারকা হাকিমি। ক্লাব স্তরে প্যারিস সাঁজা’তে তার সতীর্থ ফরাসি তারকা এমবাপ্পে। (FIFA World Cup 2022)
খেলা শেষের পর ক্লাব সতীর্থ বন্ধুর সাথে জার্সি বদল করতে দেখা গেছে এমবাপ্পে’কে। এরপর সোশ্যাল মিডিয়াতেও হাকিমির প্রতি বিশেষ বার্তা রেখেছেন এমবাপ্পে। তিনি বলেন ইতিমধ্যে মরোক্কো কে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে সাহায্য করে ইতিহাস করেই ফেলেছেন। (FIFA World Cup 2022)
Don’t be sad bro, everybody is proud of what you did, you made history. ❤️ @AchrafHakimi pic.twitter.com/hvjQvQ84c6
— Kylian Mbappé (@KMbappe) December 14, 2022
Mbappe put on Hakimi's shirt after they swapped 🥹❤️ pic.twitter.com/dTxu6NdUMa
— ESPN FC (@ESPNFC) December 14, 2022
Mbappé 🤝 Hakimipic.twitter.com/piU1v7MMFc
— Pablo Giralt (@giraltpablo) December 14, 2022
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : লিটনের সাথে ঝামেলা, উইকেট নিয়ে প্রতিশোধ সিরাজের, দেখুন ভিডিও
এবারের বিশ্বকাপে অ্যাটলাস লায়ন্সদের গর্জন অবশেষে থামলো গতবারের চ্যাম্পিয়ান দল ফ্রান্সের কাছে সেমিফাইনালে হেরে। যে দলের কাছে হেরেছে, এবার সেই দলকে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ান হতে দেখতে চায় তারা, এমনটাই জানিয়েছেন মরোক্কো কোচ। (FIFA World Cup 2022)
সেমিফাইনাল অবধি দল উঠে আসায় তৃপ্ত মরোক্কোর কোচ, এদিন খেলা শেষে তিনি বলেছেন,
“আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়াই করেছি। আমরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি মরোক্কো ফুটবল খেলতে পারে। আমাদের সমর্থক’রাও বিশ্বের সেরা। চোটাঘাত ভুগিয়েছে আমাদের। আগুয়েরদ, সাইস, মাদরাউই – এরা কেউই খেলতে পারেনি, কিন্তু কোনও অজুহাত দিতে চাইনা আমরা।”
তিনি আরও বলেন,
“একটা ছোট্টো ভুলের খেসারত দিতে হলো আমাদের। প্রথমার্ধে কিছু ভুল ত্রুটি হয়েছিল, দ্বিতীয়ার্ধে তার খেসারত দিতে হয়েছে। তবে তার জন্যে গোটা টুর্নামেন্টে যা করে দেখিয়েছি, সেটাকে ছোটো বিষয় নয়। আমাদের অধিকাংশ ফুটবলার বড়জোর ৬০-৭০ শতাংশ ফিট ছিলো। তারা সবটা দিয়ে লড়েছে। তাদের যা দেওয়ার ছিলো, দিয়েছে। আমরা এবার ফ্রান্সকে সাপোর্ট করবো।”
আরও পড়ুনঃ IPL 2023 : এখন আইপিএলের কুফল ভুগছে ভারতীয় ক্রিকেট, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন অসি তারকার