কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম দল হিসেবে শেষ ষোলোতে যোগ্যতা অর্জন করলো গতবারের চ্যাম্পিয়ান দল ফ্রান্স। শনিবার স্টেডিয়াম ৯৭৪ এ ২-০ গোলে ডেনমার্ক’কে ২-০ গোলে হারিয়ে দিয়েছিলো ২০১৮ সালের বিশ্বকাপ জয়ীরা।
দুই ম্যাচ থেকে দুটো জয় পেয়ে ২০১৮ সালের বিশ্বজয়ী’দের পয়েন্ট সংখ্যার পরিমাণ এখন ৬। এছাড়া সংশ্লিষ্ট গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়া কোনও দলের পয়েন্ট সংখ্যা তিনের বেশি না। ডেনমার্ক, টিউনিশিয়ার পয়েন্ট সংখ্যা ১। (FIFA World Cup 2022)
এদিনের জয়ের ফলে বিশ্বকাপের ‘চ্যাম্পিয়ান অভিশাপ’ তকমা ঘোচালো ফ্রান্স। ২০০৬ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে গতবারের চ্যাম্পিয়ান দল তার পরের বারের বিশ্বকাপের (FIFA World Cup 2022) দ্বিতীয় রাউন্ডে পৌঁছলো। এর আগে ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন এবং ২০১৮ সালে জার্মানি, প্রতিটি দল যারা গতবারের চ্যাম্পিয়ান, তারা পরের বারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো, এমনকি ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স ২০০২ সালের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো।
আরও পড়ুনঃ Pakistan vs England 2022 : টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছে গেলো বেন স্টোকসের ইংল্যান্ড
France get the win! 🇫🇷
— FIFA World Cup (@FIFAWorldCup) November 26, 2022
The holders are the first team into the last 16 at #Qatar2022@adidasfootball | #FIFAWorldCup
আসা যাক ফ্রান্স – ডেনমার্ক ম্যাচের প্রসঙ্গে। একটা সময় অবধি খেলা দেখে মনে হচ্ছিলো ড্র হবে ম্যাচ। কিন্তু শেষ অবধি এমবাপে ম্যাজিকে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লেঁস ব্লুস’রা। অস্ট্রেলিয়া’কে ৪-১ গোলে হারিয়ে এবছর দারুণ ভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলো ফ্রান্স। জোড়া গোল করেছিলেন জিরুড, এমবাপে এবং রাবিয়োত করেছিলেন একটি করে গোল।বুধবার টিউনিশিয়ার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ফ্রান্স।
আরও পড়ুনঃ Umran Malik : উমরান মালিক টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় খুশি তার বাবা