
কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) কেরিয়ারের শেষ বিশ্বকাপ, আগেই জানিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিও মেসি। ৩৬ বছর হয়ে গেলো বিশ্বকাপ অধরা মারাদোনার দেশের। ৩৫ বছরের আর্জেন্টাইন মহাতারকার কাছে এখন সেই হারানো গৌরব উদ্ধারটাই সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।
২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেক করেন মেসি। এখনও পর্যন্ত খেলেছেন মোট চারটি বিশ্বকাপ (FIFA World Cup 2022)। এখনো অবধি খেলা বিশ্বকাপের ১৯ ম্যাচের মধ্যে গোল করেছেন ৬ টি।
বুধবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের মধ্যে আর্জেন্টিনার ২২ তম বিশ্বকাপ (FIFA World Cup 2022) অভিযান শুরু হতে চলেছে। তার আগে সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি সম্পর্কে বিশদে জানালেন লিও।
“আলাদা তেমন কোনও প্রস্তুতি নিইনি। নিজের প্রতি যত্ন নিয়েছি। গোটা কেরিয়ারে ম্যাচের আগে যেমন প্রস্তুতি নিয়ে এসেছি, এদিন’ও তেমনটাই নিয়েছি। এই বিশ্বকাপ ‘স্পেশাল’ আমার কাছে। কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ। এটাই শেষ সুযোগ আমার স্বপ্ন পূরণ করার, আমাদের স্বপ্ন সত্যি করার।”
#Qatar2022 Último entrenamiento de la Selección antes del debut frente a Arabia Saudita
— Selección Argentina 🇦🇷 (@Argentina) November 21, 2022
📋https://t.co/1f9Rk8H6sA pic.twitter.com/GICpzbRMl6
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : মানে হীন সেনেগাল হেরে গেলো নেদারল্যান্ডসের কাছে
The points are shared 🤝@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 21, 2022
মেসির আর্জেন্টিনা ২০১৪ সালে রানার্স আপ হয়েছিল। ২০০৬ এবং ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে জার্নি শেষ করেছিলো। ২০১৮ তে শেষ ষোলোতে। আর্জেন্টিনার বিশ্বকাপ রানার্সআপ হওয়ার বছরে ‘গোল্ডেন বল’পেয়েছিলেন মেসি। (FIFA World Cup 2022)
বিশ্বকাপে খেলতে আসার আগে দারুণ ছন্দে ছিলেন মেসি। প্যারিস সাঁজার হয়ে দারুণ খেলেছিলেন। এই ফরাসি ক্লাবের হয়ে ১৯ টা ম্যাচ খেলেছিলেন, সেখানে ২৬ টা গোলের সাথে তার নাম জড়িয়েছিলো। মঙ্গলবার সৌদি আরবের সাথে খেলা আর্জেন্টিনার, এরপরের দুই ম্যাচে ছিয়াশির বিশ্ব চ্যাম্পিয়ান’রা মেক্সিকো এবং পোল্যান্ডের বিরুদ্ধে খেলবে।
# বেলের গোলে আমেরিকার বিরুদ্ধে ড্র করলো ওয়েলস
সোমবার বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউএসএ বনাম ওয়েলস। খেলার ফলাফল ১-১।ম্যাচের ৩৬ মিনিটে আমেরিকা টিমোথি ওয়েহার গোলে এগিয়ে গেছিলো। পরে ওয়েলস অধিনায়ক গ্যারেথ বেল পেনাল্টি থেকে সেই গোল শোধ করে।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা চলাকালীণ রক্তাক্ত ইরানের গোলকিপার