
FIFA World Cup 2022 – চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার বিরুদ্ধে খেলতে নামার আগে অস্বস্তি’তে ইরানের ফুটবলার’রা। তাদের পরিবারকে টর্চার এবং জেলে ঢোকানোর হুমকি দিয়েছে সেদেশের প্রশাসন।
ইতিমধ্যে The Islamic Revelutionary Guard Corps হুমকি দিয়েছে ইরানের ফুটবলার’দের। যদি বিশ্বকাপে (FIFA World Cup 2022) খেলা শুরু’র আগে জাতীয় সংগীত না গায় তাহলে তার মারাত্মক ফল ভুগতে হবে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলার দিন জাতীয় সংগীত গান নি ইরানের ফুটবলার’রা। এরপর The Islamic Revelutionary Guard Corps জাতীয় দলের ফুটবলার’দের সাথে মিটিং করেছিল এমনটাই জানিয়েছে CNN। (FIFA World Cup 2022)
ওয়েলসের বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA World Cup 2022) দ্বিতীয় ম্যাচে জাতীয় সংগীত গেয়েছিলো ইরানের ফুটবলার’রা। ম্যাচে ২-০ গোলে জিতেছিলো ইরান।
#Iran football players refuse to sing national anthem before their #FIFAWorldCup opener in support of anti-hijab protesters.
— Shailesh Shrivastava (@ShriShailesh) November 21, 2022
Sometimes, not singing national anthem becomes true patriotism.pic.twitter.com/Si2gczPSNS
শোনা যাচ্ছে প্রথম ম্যাচের পর Islamic Revelutionary Guard Corps – এর একাধিক অফিসার দেশের ফুটবল দলের কোচিং স্টাফ সহ ফুটবলার’দের গতিবিধির উপর নজরদারি করছে।
মাশা আমিনির মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা ইরান’কে। দেশের প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জাতীয় সংগীত গাননি ইরানের ফুটবলার’রা। নীতি পুলিশের এজরায় মারা গেছিলেন মাশা, এরপর শুরু আন্দোলনের জেরে ৪৫০ জন মারা গেছে, ১৮,০০০ এর বেশি মানুষ মারা গেছে।